Amit Shah Photos:আমফান থেকে চিটফান্ড, অনুপ্রবেশ ,অমিত শাহর বক্তব্যের বাছাই ১১

অমিত শাহ

1/11
‘পুজো-পাঠ, রামনবমী পালন করতে পারবেন আপনারা। কোনও তোষণ-রাজনীতির জায়গা হবে না রাজ্যে।’
2/11
‘ভোটের দিন তৃণমূলের একজন গুন্ডাও রাস্তায় থাকবে না। ভয়ের কোনও কারণ নেই, নির্ভয়ে ভোট দিন।‘’
3/11
‘ কেন্দ্রের সাড়ে তিন লক্ষ কোটি আর্থিক সাহায্য খেয়েছে ভাইপোরা’।
4/11
‘অনুপ্রবেশকারীদের তাড়াতে চাইলে, চাই বিজেপির সরকার।’
5/11
,‘চিটফান্ড কেলেঙ্কারির উচ্চস্তরীয় তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবে। যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের পাতাল থেকে বার করব।’
6/11
‘২৪ পরগনায় সি ফুড প্রসেসিং হাব হিসেবে গড়ে তোলা হবে। গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক চেহারা দেওয়া হবে।’
7/11
‘ক্ষমতায় এলে ৪ লক্ষ মৎস্যজীবীকে কিষাণ নিধির মতো সুবিধা। মাসে এঁদের ৬ হাজার করে টাকা দেওয়া হবে।’
8/11
,‘রাজ্যের কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পান না। ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশনের সুবিধা পাবেন কর্মচারীরা।’
9/11
,‘বিজেপির লড়াই সিন্ডিকেটের বিরুদ্ধে। আমফানের সাহায্য দেয় কেন্দ্র, নিয়ে নেয় সিন্ডিকেট। বাংলার পরিস্থিতি পরিবর্তন করাই বিজেপির লক্ষ্য।’
10/11
‘২৯৪ আসন থেকে তৃণমূলকে উৎখাত করব। সব বিধানসভায় বড় মিছিল করবে বিজেপি।’
11/11
‘তোষণের রাজনীতির বিরুদ্ধে প্রতীক ‘জয় শ্রীরাম’ স্লোগান। বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া হবে এই স্লোগান নিয়ে।’
Sponsored Links by Taboola