Amit Shah Photos:আমফান থেকে চিটফান্ড, অনুপ্রবেশ ,অমিত শাহর বক্তব্যের বাছাই ১১
‘পুজো-পাঠ, রামনবমী পালন করতে পারবেন আপনারা। কোনও তোষণ-রাজনীতির জায়গা হবে না রাজ্যে।’
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘ভোটের দিন তৃণমূলের একজন গুন্ডাও রাস্তায় থাকবে না। ভয়ের কোনও কারণ নেই, নির্ভয়ে ভোট দিন।‘’
‘ কেন্দ্রের সাড়ে তিন লক্ষ কোটি আর্থিক সাহায্য খেয়েছে ভাইপোরা’।
‘অনুপ্রবেশকারীদের তাড়াতে চাইলে, চাই বিজেপির সরকার।’
,‘চিটফান্ড কেলেঙ্কারির উচ্চস্তরীয় তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবে। যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের পাতাল থেকে বার করব।’
‘২৪ পরগনায় সি ফুড প্রসেসিং হাব হিসেবে গড়ে তোলা হবে। গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক চেহারা দেওয়া হবে।’
‘ক্ষমতায় এলে ৪ লক্ষ মৎস্যজীবীকে কিষাণ নিধির মতো সুবিধা। মাসে এঁদের ৬ হাজার করে টাকা দেওয়া হবে।’
,‘রাজ্যের কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পান না। ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশনের সুবিধা পাবেন কর্মচারীরা।’
,‘বিজেপির লড়াই সিন্ডিকেটের বিরুদ্ধে। আমফানের সাহায্য দেয় কেন্দ্র, নিয়ে নেয় সিন্ডিকেট। বাংলার পরিস্থিতি পরিবর্তন করাই বিজেপির লক্ষ্য।’
‘২৯৪ আসন থেকে তৃণমূলকে উৎখাত করব। সব বিধানসভায় বড় মিছিল করবে বিজেপি।’
‘তোষণের রাজনীতির বিরুদ্ধে প্রতীক ‘জয় শ্রীরাম’ স্লোগান। বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া হবে এই স্লোগান নিয়ে।’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -