KMC Election 2021: অশান্ত পুরভোট, বোমাবাজি-সংঘর্ষে রক্তাক্ত মহানগরের একাধিক এলাকা
রবিবার পুরভোটের শুরুতেই অশান্তির চিত্র দেখা যায় কলকাতার একাধিক এলাকায়। জোড়াবাগানে ২২ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার সন্দেহে যুবককে মারধর চলে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্রেবোর্ন রোডে ৪৫ নম্বর ওয়ার্ডে জৈন হাইস্কুলে পুলিশের সামনেই কংগ্রেস এজেন্টকে মারতে মারতে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস এজেন্টকে মাটিতে ফেলে মারা হয় কিল, চড়, লাথি। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের।
শিয়ালদায় ৩৬ নম্বর ওয়ার্ডে টাকি বয়েজ স্কুলের সামনে দফায় দফায় উত্তেজনা। বোমাবাজিতে গুরুতর জখম হন এক ভোটার। ভর্তি হাসপাতালে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ডেও বোমাবাজি হয় এদিন, এমনটাই অভিযোগ।
কসবা বোসপুকুর এলাকায় ৬৭ নম্বর ওয়ার্ডে সিপিএম এজেন্টের বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কান্নায় ভেঙে পড়েন বাম এজেন্টের মা।
নারকেলডাঙায় ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গিরিশকুমার শুক্লাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের। অন্যদিকে, তালতলা এলাকায় ৫৩ নম্বর ওয়ার্ডে পুলিশের সামনেই তৃণমূল ও কংগ্রেস কর্মীদের হাতাহাতি।
বেলেঘাটায় ৩০ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের। রেললাইনের ধারে এই বোমাবাজি হয় বলে জানান হয়েছে। তাদের ক্যাম্প অফিস ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। বোমাবাজির প্রমাণ মেলেনি, দাবি পুলিশের।
৪৫ নম্বর ওয়ার্ডে টি বোর্ডের সামনে উত্তেজনা। কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি। কংগ্রেসের অভিযোগ, বহিরাগতদের এনে ভোট দেওয়ানো হচ্ছে। ভুয়ো ভোটার ধরে ফেলার দাবি কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের। অভিযোগ ওড়াল তৃণমূল।
শ্যামবাজারে ৭ নম্বর ওয়ার্ডে দফায় দফায় উত্তেজনা। বিজেপি প্রার্থী ব্রজেশ ঝাকে বুথে ঢুকতে বাধা, হেনস্থার দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি প্রার্থীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -