Lok Sabha Polls 2024: ভোটের আগে 'আশীর্বাদ' নিতে মুকুলের বাড়িতে অজুন সিংহ

Arjun Mukul Meets: মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে কী প্রতিক্রিয়া অর্জুন সিংহের ?

ভোটের আগে 'আশীর্বাদ' নিতে মুকুলের বাড়িতে অজুন সিংহ

1/10
লোকসভা ভোটের আগে মুকুল রায়ের বাড়িতে অর্জুন সিংহ (Arjun Singh)।
2/10
আশীর্বাদ নিতে মুকুলের বাড়িতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী।
3/10
মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে অর্জুন জানিয়েছেন, 'মুকুল রায় পুরোপুরি সুস্থ আছেন, আমাকে স্বাগত জানিয়েছেন।'
4/10
অপরদিকে, অর্জুনকে উত্তরীয় পরিয়ে দিলেন মুকুল। আবার মুকুল রায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন অর্জুন সিং।
5/10
অর্জুনের কথায়, ওনার আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করব। খুব ভাল লাগল। আর সিনিয়র লোকের আশীর্বাদ খুব দরকার।
6/10
একদা প্রতিপক্ষ বলে পরিচিত মুকুল রায়ের বাড়িতে পৌঁছে গেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী।
7/10
মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তখন তৃণমূলে থাকা অর্জুন সিং তাঁর সম্পর্কে বলেছিলেন,তাঁকে গদ্দার ছাড়া কিছুই বলা যায় না। 
8/10
সেই অর্জুনই যখন ২০১৯-এর ১৪ মার্চ মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন, তখন তাঁর বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন।
9/10
২০২১ সালের বিধানসভা ভোটের পর মুকুল স-পুত্র দল বদলে তৃণমূলে ফিরলেও পরবর্তী কালে নিজেকে বিজেপির সদস্য বদলে দাবি করেন।
10/10
মাঝ চৈত্রের সকালে সেই মুকুল রায়ের বাড়ি থেকেই প্রচার শুরু করলেন অর্জুন সিং।
Sponsored Links by Taboola