Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee: উত্তরে মমতা! ভোট-প্রচারের সঙ্গে তাল মেলালেন সুরেও
প্রথম দফায় উত্তরবঙ্গে ভোট। সেখানে এখন টানা চলছে প্রচার। শুক্রবার কোচবিহার ও জলপাইগুড়ি - দুই জায়গায় ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকালও কোচবিহারের মাথাভাঙায় প্রচার সেরেছেন মমতা। গতকাল কোচবিহারে সভা করেছিলেন মোদিও। এদিন উত্তরের দুই সভা থেকেই ছত্রে ছত্রে বিঁধলেন বিজেপিকে। জেতানোর ডাক দিলেন দলীয় প্রার্থীদের। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ
কদিন আগেই জলপাইগুড়ির ময়নাগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভয়াবহ ঝড় হয়। প্রাণ হারিয়েছিলেন পাঁচ জন। তছনছ হয় বার্নিশ। ঝড়ের খবর শুনেই রাতে পৌঁছে গিয়েছিলেন জলপাইগুড়ি। ঝড়ের ঘটনায় বার্নিশে ত্রাণবিলি নিয়ে অভিযোগ উঠেছে। এদিন তারই জবাব দিয়েছেন মমতা। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ
ঝড়ের ত্রাণ নিয়ে কোনও বঞ্চনা হয়নি বলে জানান মমতা। বিজেপির অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি। তারই সঙ্গে মমতা জানিয়েছেন, ভোট না হলে এক সেকেন্ডে টাকা দিতেন তিনি। প্রশাসনের তরফে সবরকম পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। বছর দুয়েক আগে হওয়া মালবাজারের হড়পা বানের প্রসঙ্গ টেনেও তোপ দেগেছেন তিনি। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ
মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায়শই দেখা গিয়েছে পাহাড়ে যেতে। সেখানে জনজীবনের সঙ্গে মিশে যেতেও দেখা গিয়েছে তাঁকে। কখনও মোমো বানিয়েছেন, কখনও ফুচকা তৈরি করে বাচ্চাদের খাইয়েছেন, কখনও চা বাগানে পাতা তুলেছেন। এবার চালসায় বাগানের কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি, রাস্তা-জল-বিদ্যুৎ নিয়ে একাধিক অভিযোগ শুনতে হয় তাঁকে। এদিন বক্তব্যের সময় টেনে এনেছেন সিপিএমের মুখ্যমন্ত্রী জ্য়োতি বসুর প্রসঙ্গও। মমতা মনে করিয়ে দেন, জ্যোতিবাবু হলংয়ে ঘুরে চলে যেতেন। তিনি চা বাগানের পোশাক পরে চা পাতা তোলেন। তৃণমূল সরকারের আমলে চা সুন্দরী প্রকল্পের কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ
বিজেপির বিরুদ্ধে প্রচারে প্রথম থেকেই বকেয়া-বঞ্চনাকে সামনে রেখেছে তৃণমূল। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনা-সহ একাধিক ফান্ডে কেন্দ্র বাংলাকে প্রাপ্য অর্থ দেয়নি বলে অভিযোগ তৃণমূলের। তা নিয়ে দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনও হয়েছে। এদিন উত্তরের সভা থেকে সেই বকেয়া-বঞ্চনা নিয়ে বিজেপিকে তোপ দাগেন মমতা। গ্যাসের দাম, ওষুধের দাম বৃদ্ধি নিয়েও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ
এবারের ভোটের আগে অন্যতম ইস্যু হতে চলেছে সিএএ-এনআরসি। ভোট ঘোষণার কদিন আগেই CAA লাগু করে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে বরাবর বিরোধিতা করে এসেছে তৃণমূল-সহ বাকি বিরোধীরা। গতকাল কোচবিহারের সভা থেকে সিএএ-বিরোধিতার জন্য বিরোধীদের তীক্ষ্ণ বাক্যবাণে বিঁধেছিলেন নরেন্দ্র মোদি। আজ, উত্তরবঙ্গের সভা থেকেই সিএএ-এআরসি নিয়ে পাল্টা তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ
সন্দেশখালি প্রসঙ্গও উঠে এসেছে মমতার মুখে। তাঁর তোপ, 'সন্দেশখালিতে একটা মা-বোনও মারা যায়নি। কিছু অভিযোগ পেয়েছিলাম। আমরা আমাদের লোককে গ্রেফতার করেছি। জমি জায়গা ফেরত দিয়েছি। সাক্ষী যারা কুস্তি লড়ে, হাতরাসে আপনি কুম্ভকর্ণ হয়েছিলেন?' ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ
জলপাইগুড়ির সভা থেকে নিশীথ প্রামাণিককে গুন্ডা বলে আক্রমণও করেন মমতা। তাঁর তোপ, 'এত কেস থাকলে কীভাবে কেউ কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী হতে পারে। খুন, দাঙ্গা, গুন্ডামি, ডাকাতি থেকে শুরু করে প্রতারণা, কী কেস নেই? মোদি বলছেন দুর্নীতিবাজদের দেখবেন, আগে নিজের ঘর দেখুন। বিজেপি করলেই সাদা, তৃণমূল করলেই কালো।' ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ
কোচবিহারে তুফানগঞ্জের নাগুরুর হাট উচ্চ বিদ্যালয়ের মাঠের ও জলপাইগুড়ির এবিপিসি গ্রাউন্ডে- এই দুই মাঠে এদিন মমতার সভা হয়। মমতা বক্তব্য শুনতে উপচে পড়েছিল কর্মী-সমর্থকদের ভিড়। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -