Rashmika Mandana: হালকা সাজেই বাজিমাৎ! জন্মদিনে রশ্মিকার সেরা দশ শাড়ি-সাজ
দক্ষিণী ছবি থেকে শুরু করে 'পুষ্পা'.. বলিউডের একের পর এক নিজের কাজের মাধ্যমে মনজয় করে নিয়েছেন রশ্মিকা মন্দানা। আজ তাঁর জন্মদিন। নজর রাখা যাক তাঁর সেরা ১০ শাড়ি সাজে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীপাবলি থেকে শুরু করে, বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরতে ভালবাসেন রশ্মিকা। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নেন সেই সমস্ত ছবিও, সঙ্গে শুভেচ্ছাবার্তা
তবে রশ্মিকা খুব গাঢ় মেকআপ পছন্দ করেন না কোনোদিনই। শাড়িতে ভারি কাজ থাকলে বেশিরভাগ সময়েই তিনি বেছে নেন বেস রং হালকা হবে এমন শাড়ি।
শুধু উৎসব নয়, ছবির প্রচারেও অনায়াসে শাড়ি পরেন রশ্মিকা। অনুষ্ঠান অনুযায়ী বেছে নেন ছবি।
কেবল কাজ করা নয়, একরঙা শাড়িও রশ্মিকার বেশ পছন্দ, যেমন এই ছবিতে তামাটে একরঙা শাড়িতে রশ্মিকাকে দারুণ মানিয়েছে। চুল রেখেছেন খোলা।
আবার এই ছবিতে রশ্মিকা কালোর ওপর ফ্লোরাল প্রিন্টের উজ্জ্বল একটি শাড়ি পরেছেন। গয়নার বাহুল্য না থাকলেও দারুণ ঝলমলে দেখাচ্ছে তাঁকে।
এই ছবিতে একটি কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছেন রশ্মিকা। চুল বেঁধেছেন পনিটেল করে। হালকা গয়নায় তাঁকে দেখাচ্ছে নজরকাড়া।
বেশিরভাগ সময়েই রশ্মিকা পছন্দ করেন হালকা রঙের শাড়ি, উজ্জ্বল বা গাঢ় রঙের শাড়িতে ভারি পাথরের কাজে তেমন দেখা যায় না নায়িকাকে। তাঁর নিজস্ব স্টাইল স্টেটমেন্ট রয়েছে।
ব্যাকব্রাশ করে টেনে বাঁধা চুল, সিক্যুইনের শাড়ির সঙ্গে রশ্মিকার এই লুকটি ভীষণই নজরকাড়া। চাইলে কোনও পার্টিতে ট্রাই করতে পারেন আপনিও।
বাড়ির অনুষ্ঠান হোক বা পার্টি.. আপনিও রশ্মিকার মতোই হালকা সাজে নজর কাড়তে পারেন। হয়ে উঠতে পারেন অপরূপা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -