Rashmika Mandana: হালকা সাজেই বাজিমাৎ! জন্মদিনে রশ্মিকার সেরা দশ শাড়ি-সাজ
Rashmika Mandanna Birthday: জন্মদিনে নজর রাখা যাক রশ্মিকা মন্দানার সেরা ১০ শাড়ি-সাজে। চাইলে যেগুলো সহজেই ট্রাই করতে পারেন আপনিও।
জন্মদিনে নজর রাখা যাক রশ্মিকা মন্দানার সেরা ১০ শাড়ি-সাজে।
1/10
দক্ষিণী ছবি থেকে শুরু করে 'পুষ্পা'.. বলিউডের একের পর এক নিজের কাজের মাধ্যমে মনজয় করে নিয়েছেন রশ্মিকা মন্দানা। আজ তাঁর জন্মদিন। নজর রাখা যাক তাঁর সেরা ১০ শাড়ি সাজে।
2/10
দীপাবলি থেকে শুরু করে, বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরতে ভালবাসেন রশ্মিকা। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নেন সেই সমস্ত ছবিও, সঙ্গে শুভেচ্ছাবার্তা
3/10
তবে রশ্মিকা খুব গাঢ় মেকআপ পছন্দ করেন না কোনোদিনই। শাড়িতে ভারি কাজ থাকলে বেশিরভাগ সময়েই তিনি বেছে নেন বেস রং হালকা হবে এমন শাড়ি।
4/10
শুধু উৎসব নয়, ছবির প্রচারেও অনায়াসে শাড়ি পরেন রশ্মিকা। অনুষ্ঠান অনুযায়ী বেছে নেন ছবি।
5/10
কেবল কাজ করা নয়, একরঙা শাড়িও রশ্মিকার বেশ পছন্দ, যেমন এই ছবিতে তামাটে একরঙা শাড়িতে রশ্মিকাকে দারুণ মানিয়েছে। চুল রেখেছেন খোলা।
6/10
আবার এই ছবিতে রশ্মিকা কালোর ওপর ফ্লোরাল প্রিন্টের উজ্জ্বল একটি শাড়ি পরেছেন। গয়নার বাহুল্য না থাকলেও দারুণ ঝলমলে দেখাচ্ছে তাঁকে।
7/10
এই ছবিতে একটি কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছেন রশ্মিকা। চুল বেঁধেছেন পনিটেল করে। হালকা গয়নায় তাঁকে দেখাচ্ছে নজরকাড়া।
8/10
বেশিরভাগ সময়েই রশ্মিকা পছন্দ করেন হালকা রঙের শাড়ি, উজ্জ্বল বা গাঢ় রঙের শাড়িতে ভারি পাথরের কাজে তেমন দেখা যায় না নায়িকাকে। তাঁর নিজস্ব স্টাইল স্টেটমেন্ট রয়েছে।
9/10
ব্যাকব্রাশ করে টেনে বাঁধা চুল, সিক্যুইনের শাড়ির সঙ্গে রশ্মিকার এই লুকটি ভীষণই নজরকাড়া। চাইলে কোনও পার্টিতে ট্রাই করতে পারেন আপনিও।
10/10
বাড়ির অনুষ্ঠান হোক বা পার্টি.. আপনিও রশ্মিকার মতোই হালকা সাজে নজর কাড়তে পারেন। হয়ে উঠতে পারেন অপরূপা।
Published at : 05 Apr 2024 04:59 PM (IST)