Suvendu Adhikari:'তৃণমূলে এক একটা গুণধর আছে, শুধু পার্থ নয়..', প্রচারে এসে কার কথা বললেন শুভেন্দু ?
চাকদায় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এসে শাসকদলকে একহাত নিলেন শুভেন্দু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবললেন, 'তৃণমূলে এক একটা গুণধর আছে, শুধু পার্থ-বালু নয়, পলাশিপাড়ায় আরেক গুণধর, নাম তার মানিক ভট্টাচার্য।'
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, 'আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। গুন্ডাদের কোনও জাত হয় না, গুন্ডা গুন্ডাই থাকে'
সিএএ ইস্যুতে তিনি বলেন, 'সিএএ-এনআরসি নিয়ে মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী। কারও নাগরিকত্ব গেছে, একটাও প্রমাণ দেখান'
এরপরেই বিজেপির নামে স্লোগান তুলে বলেন, 'লাগবে না রাজ্য সরকারের টাকা, উন্নয়নের টাকা আনবেন অমৃতা'
লোকসভা ভোটের আগে সংখ্যালঘু ইস্যুতে ফ্ল্যাশব্যাকে নিয়ে যান শুভেন্দু। বলেন 'পঞ্চায়েত ভোটে ৫৫জন খুন হয়েছে, ৩৭জন সংখ্যালঘু'
তিনি তোপ দেগে বলেন,'বোমা বাঁধাবে, আবার খুনও হতে হবে, এটাই তৃণমূলের সংস্কৃতি। সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে তৃণমূল'
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন। অর্থাৎ আপনি লক্ষ্ণীর ভাণ্ডার পাবেন না। আপনি কন্য়াশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না।'
এদিকে, বনগাঁ লোকসভা ও কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বলেন,' একটা টিএমসিকেও নাগরিকত্ব দেব না। ওদের খ্য়ামটা নাচ কাকে বলে, তারপর ওদের দেখাব। বড় বড় কথা না! মমতা বন্দ্য়োপাধ্য়ায় যেন বাঁচায় তোদের।'
সাড়ে ৪ বছর বাদে লোকসভা ভোটের মুখে CAA কার্যকরী করেছে মোদি সরকার।কিন্তু সেই CAA নিয়েই কি ভয় দেখানোর প্রতিযোগিতা চলছে বিজেপি ও তৃণমূলের মধ্য়ে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -