Daily Horoscope: চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন কারা ? কাদের সতর্ক থাকতে হবে আর্থিক লেনদেনে ? দেখুন রাশিফল
মেষ রাশি (Aries Horoscope)- পেশায় উন্নতির ক্ষেত্রে ভাল দিন। ব্যবসায় কোনো কাজ ঝুলে থাকলে, তা সময়ে শেষ করাটা প্রয়োজন। শিশুর শিক্ষায় তাৎপর্যপূর্ণ পদক্ষেপ খুবই জরুরি প্রমাণিত হবে। নিজের দায়িত্ব এড়ালে তা সমস্যা সৃষ্টি করতে পারে। আলস্য নিয়ে সতর্ক হোন। নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। তাতে দ্বন্দ্ব এড়াতে পারবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ রাশি (Taurus Horoscope)- শনিবার আপনি কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। তবে, নতুন কিছু শিখতে পারবেন। অন্যদের যত্নও নেবেন। কর্মস্থনে কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন। বাবা-মা আপনার কাজে নজর দেবেন। যদি হজমের কোনো সমস্যা হয়, তাহলে কোনো চিকিৎসকের পরামর্শ নিন। ছাত্রদের উচ্চশিক্ষার সম্ভাবনা উজ্জ্বল হবে।
মিথুন রাশি (Gemini Horoscope)- একাধিক কাজে বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। অনলাইনে কাজ করার সময় সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে সমস্যার কারণে অনৈক্য থাকতে পারে। বাবার শারীরিক অবস্থা আপনার উদ্বেগের কারণ হতে পারে। চিকিৎসার প্রয়োজন পড়তে পারে। কোনও প্রকল্পের সুবিধা পেতে পারেন। যা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে।
কর্কট রাশি (Cancer Horoscoep)- কঠোর পরিশ্রমের ফল পাবেন। কাজে কোনো বাধা পেলে, সহকর্মীদের সাহায্য চান। তাতে আপনার ওপর বোঝা কিছুটা কমবে। আপনার কঠোর পরিশ্রম সম্মানিত হবে। নিজের গাড়ির খরচে নজর দিন। গুরুতর কোনো রোগ যা আপনি চাপা দিয়ে রাখছিলেন এবার তা মাথাচাড়া দিতে পারে। আপনার নেতৃত্ব দেওয়ার দক্ষতা বাড়বে। বড়দের থেকে পরামর্শ চাওয়া উচিত।
সিংহ রাশি (Leo Horoscope)- শনিবার চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। কিন্তু, ছোটখাট ভুলভ্রান্তিতে নজর দিলে বড়সড় ত্রুটি এড়াতে পারবেন। কাজের প্রচুর চাপ থাকায়, আপনি ফোকাস হারিয়ে ফেলতে পারেন। নতুন কিছু শেখার দিকে ঝুঁকতে পারেন। আবহাওয়ার সংক্রান্ত অসুস্থতায় ভুগতে পারেন। ভাই-বোনরা আপনাকে পূর্ণ সমর্থন করবে।
কন্যা রাশি (Virgo Horoscope)- দিনটি মিশ্র হবে। যাঁরা সরকারি চাকরি করছেন, প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জেরে তাঁদের বদলি হতে পারে। লাভের দিকে নজর নাও থাকতে পারে ব্যবসায়ীদের। তবে, কাজে অবহেলা করলে চলবে না। কারণ, সেটা কাজে অসন্তুষ্টি তৈরি করতে পারে। পারিবারিক সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত।
তুলা রাশি - আধ্যাত্মিক কাজে পরিচিতি অর্জনের জন্য দিনটি অনুকূল হতে পারে। ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ এবং সঞ্চয় পরিকল্পনায় বিনিয়োগ আপনার কাজে আসতে পারে। পারিবারিক কিছু সমস্যা সামনে আসতে পারে। যার জেরে তর্কাতর্কি হতে পারে। যোগ করলে এবং তা আপনার দৈনন্দিন রুটিনে যোগ করলে উন্নতি হবে। যে কোনো প্রতারণার হাত থেকে বাঁচতে ব্যবসায়ীদের সতর্ক হতে হবে।
বৃশ্চিক রাশি (Scorpio Horoscope)- দিনটি ইতিবাচক হতে পারে। সাফল্য আপনার দিকে আসছে। যে কোনো তাৎপর্যপূর্ণ কাজ সম্পাদন করতে পরিবার ও ভাই-বোনদের সাহায্য চাওয়ার প্রয়োজন পড়তে পারে। পরিবারিক অনুষ্ঠানে আনন্দের পরিবেশ থাকবে পরিবারে। যাঁরা শিক্ষায় নিযুক্ত, তাঁরা ছুটির পরিকল্পনা করতে পারেন। আর্থিক লেনদেনে সতর্ক হন।
ধনু রাশি (Sagittarius Horoscope)- লক্ষ্যে পৌঁছনোর জন্য দিনটি সহায়ক হতে পারে। হারিয়ে যাওয়া সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে। কাজের কৌশল তৈরি করলে তা উন্নতির সহায়ক হবে। বিলাসবহুল জিনিস কেনার ক্ষেত্রে আপনি পর্যাপ্ত সময় ব্যয় করবেন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বড়দের সঙ্গে আলোচনা করে নিন।
মকর রাশি (Capricorn Horoscoep)- শনিবার দিনটি আপনার জন্য অনুকূল হতে পারে। নতুন পদ পেতে পারেন বা ঝুলে থাকা কাজ শেষ করে ফেলতে পারবেন। পরিবারে শুভ অনুষ্ঠানের জেরে সদস্যরা সন্তুষ্ট থাকবেন। ছাত্ররা ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। যাঁরা ব্যবসা করেন তাঁরা জটিলতা এড়াতে কাগজের কাজে নজর দিন।
কুম্ভ রাশি ( Aquarius Horoscope)- দিনটি এনার্জিতে পরিপূর্ণ থাকতে পারে। উৎপাদনশীল কাজে তা ব্যবহার করা উচিত। সম্পত্তিতে বিনিয়োগ করলে আইনি বিষয়ে ভাল করে বিবেচনা করা উচিত । কঠিন সময়ে সহকর্মীরা পূর্ণ সমর্থন দেবে।
মীন রাশি (Pisces Horoscope)- আপনিও এদিন এনার্জেটিক বোধ করতে পারেন। তবে, ইতিবাচক কাজে এনার্জি ব্যবহার করতে হবে। কাজের জায়গায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। প্রয়োজনে সহকর্মীদের সাহায্য নেওয়া উচিত। স্বাস্থ্য সমস্যা হতে পারে। নজর দিন। উদ্বেগ কাটানোর জন্য সহকর্মীর সমর্থনের প্রয়োজন পড়বে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -