Lok Sabha Election 2024: বিশ্বের সবচেয়ে উচ্চতম ভোট-বুথ ভারতেই! কোথায় জানেন? সেখানে কেমন হল ভোট?

সমুদ্রতল থেকে উচ্চতা থেকে ১৫২৫৬ ফুট। সেখানেও গণতন্ত্রের উৎসব। ভারতের সরকার তৈরির জন্য় সেখানেও তৈরি হয়েছে পোলিং স্টেশন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় তাশিগাং (Tashigang)- এটিই বিশ্বের সবচেয়ে উচ্চতম পোলিং স্টেশন। সামান্য কয়েক ঘর লোকের বাস। সেখানে সরকার গঠনের জন্য নেওয়া হচ্ছে ভোট।

পিটিআই সূত্রের খবর, ভারত-চিন LAC-এর কাছেই রয়েছে স্পিতি উপত্যকা। এটি হিমাচল প্রদেশের মান্ডি আসনের অন্তর্গত। হিমাচলের চারটি লোকসভা আসনের মধ্যে অন্যতম এটি। মান্ডি ভারতের দ্বিতীয় বৃহত্তম লোকসভা আসন। মান্ডি আসন তারকাখচিত। বিজেপির হয়ে এখানে দাঁড়িয়েছেন কঙ্গনা রানাউত, কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন বিক্রমাদিত্য সিংহ।
মান্ডি লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত তাশিগাং। বরফাবৃত হিমালয়ের কোলে ছোট্ট একটা গ্রাম। এই পোলিং বুথে তাশিগাং ও গেটে থেকে ৬২ জন ভোটার রয়েছেন। এটি মডেল পোলিং বুথও।
কাজায় SDM অফিস থেকে পাহাড় পেরিয়ে পৌঁছতে হয় তাশিগাংয়ে। যেতে লাগে ঘণ্টা দেড়েক সময়। কঠিন ভূপ্রকৃতি, কঠিন আবহাওয়া- এই এলাকায়। অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই এলাকা। একেবারে শান্ত-ধীর স্থির এলাকা। মাত্র কয়েকঘর এদিক ওদিক ছড়িয়ে। ঘরগুলির উজ্জ্বল রং নজর কাড়ে। সামান্য কিছু জায়গায় মোবাইল কানেকশন মেলে, তবে খুবই দুর্বল।
পোলিং স্টেশন দেখলে যেন মনে হবে জাতীয় পতাকার রংয়ে রেঙেছে। পাহাড়ের সামনে ঝলমল করছে সেই পোলিং স্টেশন। কাজা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই তাশিগাং। এখানে হাসপাতাল, ক্লিনিক, স্কুল, বাজার কিছুই নেই। স্বাস্থ্য এবং আলাদা কোনও প্রয়োজনে এখানকার সবাইকে যেতে হয় কাজায়। শীতকালে ভয়াবহ ঠান্ডা পরে এখানে। তখন প্রায় ঘরবন্দি থাকেন এখানকার বাসিন্দারা।
তাশিগাংয়ে এই নিয়ে চতুর্থবার ভোটগ্রহণ হচ্ছে। ২০১৯ সালে এই পোলিং বুথ বিশ্বের সর্বোচ্চ পোলিং বুথের মর্যাদা পায়। PTI সূত্রের খবর, ২০২২ সালের নভেম্বরে প্রবল ঠান্ডার মধ্য়েও এখানে ভোটগ্রহণের হার ছিল ১০০ শতাংশ। এবারও ভোট দিতে লাইন দিয়েছিলেন বাসিন্দারা।
ভোটারদের জন্য বসার জায়গাও তৈরি করা হয়েছে। তৈরি হয়েছে তাঁবু। পোলিং বুথে রয়েছে দুটি ঘর। ভোটকর্মীদের জন্য কম্বল, গদি আনা হয়েছে। রয়েছে ছোট্ট একটি রান্নাঘরও। এই পোলিং বুথের অন্দরও সাজিয়ে তোলা হয়েছে। রকমারি রঙিন কাগজ ও বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই পোলিং বুথ।
পিটিআই রিপোর্ট বলছে ইজরায়েল থেকে ভারতে ঘুরতে এসেছেন গাইরা রাবা। তাশিগাংয়ের কথা শুনে এখানে এসেছেন তিনি। কীভাবে ভোট হয়, তা দেখার ইচ্ছেও রয়েছে তাঁর। সেই কারণেই এসেছেন এখানে। এই এলাকায় সবচেয়ে কনিষ্ঠ ভোটার লানজম তাঁকে সাহায্য করছে।
'এত কঠিন আবহাওয়ায় ভোটকর্মীরা পোলিং বুথে কাজ করছেন। ভোট নিচ্ছেন। এটা দেখেই তো গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা তৈরি হয়। আমাদের এখানে হাসপাতাল, স্কুল, পাকা রাস্তা, স্থায়ী চাকরি কিছুই নেই। কিন্তু আমাদের একটা পোলিং বুথ রয়েছে যেটা বিশ্বের সবচেয়ে উচ্চতম। এটাই আমাদের সুযোগ সরকারের কাছে আমাদের দাবি জানানোর।' PTI-কে বলছেন লানজম। বুথের বাইরে রয়েছে একটি সেলফি পয়েন্টও। সেখানে লেখা 'my vote, my right। ' সব ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -