Lok Sabha Election 2024: জলপাইগুড়িতে ভোট প্রচারে TMC প্রার্থী দেব, মেটালেন ভক্তদের সেলফি-অটোগ্রাফের আবদারও
লোকসভা ভোটের আগে জোরকদমে প্রচার তৃণমূল প্রার্থী দেবের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল তিনি জলপাইগুড়ি লোকসভা অন্তর্গত নৌকাঘাট মোড় থেকে অগ্রণী সংঘ পর্যন্ত রোড শো করেন।
দেবের সমর্থনে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উদ্যোগেই মূলত আরেক বার ভোটের ময়দানে নামতে রাজি হয়েছেন দেব।
ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে রোড শো করেন তিনি।
'ঘাটাল মাস্টার প্ল্যান'দেবের অন্যতম হাতিয়ার।ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে তিনি দশবার জন্মাতে রাজি।
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ভোটের প্রচারে গিয়ে বলেছিলেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দেব।
নির্বাচনী সভায় দেব বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালের মানুষের বেঁচে থাকার লড়াই। এতে তৃণমূল-বিজেপি-কংগ্রেস করে রাজনীতির রং লাগিয়ে কাজটাকে আটকাবেন না।
এ নিয়ে মুখ্যমন্ত্রীর পুরো সমর্থন পেয়েছেন দেব।
'কেন্দ্র টাকা না দিলে রাজ্য দেবে', দেবের পাশে থেকে এই বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -