Lok Sabha Election Result 2024: কোথাও লাড্ডু, কোথাও মিষ্টি! গণনার আগেই উৎসবের আমেজ BJP শিবিরে, প্রস্তুতি AICC অফিসেও
সকাল আটটা থেকে শুরু ভোটগণনা। প্রথমে হবে পোস্টাল ব্য়ালট গণনা। তারপরে খুলবে ইভিএম। গণনা শুরুর আগে সব শিবিরে তুঙ্গে প্রস্তুতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেখা গিয়েছে যে বিপুল জনসমর্থন নিয়ে ফিরছে নরেন্দ্র মোদি সরকার। অধিকাংশ সংস্থার সমীক্ষাই এনডিএ-কে ৩০০-এর বেশি আসন দিয়েছে। এই অবস্থায় বিজেপি শিবিরে চোখে পড়েছে উৎসবের আবহ।
নানা রাজ্যে বিজেপি শিবিরে তুঙ্গে দেখা গিয়েছে প্রস্তুতি। কোথাও আগেভাগে উৎসবের আমেজ, কোথাও আবার তৈরি হচ্ছে মিষ্টি। পাটনায় তৈরি হয়েছে ৪০০ কেজি লাড্ডু।
পিছিয়ে নেই রাজস্থানের বিজেপিও। বিকানেরে কর্মীরা হাতে হাতে তৈরি করছেন লাড্ডু।
হাতে নরেন্দ্র মোদির ছবি। দলের প্রার্থীর ছবি। বুথফেরত সমীক্ষার ফল ধরে নিয়েই উৎসবের আমেজ। জয় নিশ্চিত ধরে নিয়েই চলছে প্রস্তুতি।
পিছিয়ে নেই কংগ্রেস শিবির। নয়া দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে চলছে প্রস্তুতি। ব্যানার-চেয়ার সাজানোর কাজ শুরু হয়েছে সকাল থেকে।
সকাল আটটা থেকে ভোটগণনা শুরু। সপ্তম দফার পর থেকেই সারা দেশে শুরু হয়েছিল ভোট গণনার প্রস্তুতি।
বিভিন্ন রাজ্যে গণনাকেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কাশ্মীরের আসনগুলির জন্য বিশেষ নিরাপত্তা স্তর তৈরি করা হয়েছে।
গণনার আগেই হাসি গেরুয়া শিবিরে। কোথাও তৈরি হচ্ছে। মিষ্টি। কোথাও লাড্ডু। দিনের শেষ পর্যন্ত কি এই হাসি থাকবে? না কি অন্য ছবি দেখা যাবে? উত্তর মিলবে আজই
জম্মুতে গণনাকেন্দ্রের বাইরে গাড়িতে নজরদারি চলছে। অন্যত্রও গণনাকেন্দ্রের চারপাশে চলছে নজরদারি। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -