Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Polls 2024: 'আগামীকাল দেখা হবে..', ব্রিগেডের প্রস্তুতি দেখতে এসে বার্তা অভিষেকের
ব্রিগেডের প্রস্তুতি দেখতে শনিবার দুপুরে সভাস্থলে উপস্থিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসভাস্থলে পৌঁছে অভিষেক বলেন, 'আগামীকাল দেখা হবে সবার সঙ্গে।'
এদিন ট্যুইটারে জনগর্জন সভার আগেই ভিডিও পোস্ট করল তৃণমূল কংগ্রেস।
মূলত রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে তৃণমূল।
মঞ্চের অন্যতম আকর্ষণ সুবিশাল র্যাম্প। সরাসরি ভিড়ের মধ্যে থেকে ব্রিগেডের বার্তা দেবেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উপস্থিত থাকবে অসম, মেঘালয়-সহ বিভিন্ন রাজ্যের তৃণমূল নেতৃত্বও।
এদিকে তৃণমূলের রবিবাসরীয় ব্রিগেডের দিন রাস্তাঘাট সচল রাখতে একাধিক পদক্ষেপ করেছে পুলিশ।
লালবাজার সূত্রের খবর, কলকাতার বিভিন্ন এলাকাকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে লালবাজারের সিনিয়র অফিসাররা দায়িত্বে থাকবেন।
লালবাজার সূত্রের খবর, সমাবেশের সময় মাত্রাতিরিক্ত ভিড় হলে, ব্রিগেডে সংলগ্ন ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
প্রয়োজন হলে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে স্ট্র্যান্ড রোড এবং জওহরলাল নেহরু রোড দিয়ে। ব্রিগেডমুখী মিছিল যে পথে যাবে, তাও নির্দিষ্ট করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -