Loksabha Elections 2024: ফ্রি-হেলথ চেকআপ থেকে ঘুরতে যাওয়ায় ছাড়, ভোট দিলেই মিলবে আকর্ষণীয় উপহার!
কর্নাটকে ১৪টি লোকসভা কেন্দ্রের মধ্যে বেঙ্গালুরুতে ভোটার রয়েছেন এক কোটিরও বেশি। শুক্রবার তাঁরা যাতে ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করে তার জন্য বিভিন্ন লোভনীয় অফার ও পরিবেষা দেওয়ার কথা ঘোষণা করেছে বেশ কয়েকটি হোটেল ও সংস্থা। এনরুপাতুঙ্গা রোডে অবস্থিত নিসর্গ গ্র্যান্ড হোটেল ভোট দিলে বিনামূল্যে ধোসা, ঘি ভাত ও একটি পানীয় দেওয়ার কথা ঘোষণা করেছেন। (ছবি সৌজন্য- পিক্সাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেলান্দুর এলাকার একটি রেস্তোঁরা কাম পাবের তরফে ঘোষণা করা হয়েছে, ভোট দিয়ে এলেই প্রত্যেককে ফ্রিতে দেওয়া হবে এক গ্লাস করে ঠাণ্ডা বিয়ার। পাশাপাশি বিশেষ ছাড় মিলবে ২৭ ও ২৮ তারিখ কেনাকাটা করলে। (ছবি সৌজন্য-পিটিআই)
সোশ্যাল নামে অন্য একটি পাবে আবার ভোট দেওয়ার জন্য বার্তা দিয়ে বিশেষ বিল ছাপানো হয়েছে। ভোট দেওয়ার পর সেই বিল ও হাতে লেগে থাকা কালি দেখালেই খাবারে ২০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে তারা। (ছবি সৌজন্য-পিক্সাবে)
অন্যদিকে বেঙ্গালুরুর বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে যাওয়া বিশেষ চাহিদা সম্পন্ন ও প্রবীণ নাগরিকদের বিনামূল্যে অটো ও ক্যাব পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন পরিবহন পরিবেষা প্রদানকারী সংস্থা র্যাপিডো। (ছবি সৌজন্য-গেটি)
মধ্যপ্রদেশের ইন্দোরে একটি সংস্থার তরফে জানানো হয়েছে, ভোট দিলে খাবার বিলে বিশেষ ছাড় তো মিলবে। সেই সঙ্গে গণতন্ত্রের উৎসবে অংশ নেওয়া ভোটারদের জন্য বিনামূল্যে পানীয়, আইসক্রিম, পোয়া-জিলিপি ও অন্যান্য খাবার দেওয়া হবে বলেও উল্লেখ করেছে। শর্ত একটাই দিতে হবে ভোট। (ছবি সৌজন্য-পিটিআই)
দ্বিতীয় দফার ভোট উপলক্ষে লোভনীয় অফার দিয়েছে নয়ডা আর গ্রেটার নয়ডার বেশি কিছু রেস্তোঁরা এবং হাসপাতালও। তারা জানিয়েছে ভোট দিলেই খাবারে মিলবে ২০ শতাংশ ছাড় ও বিনামূল্যে সম্পূর্ণ শরীর পরীক্ষা। গৌতম বুদ্ধ নগরের ভোটারদের উৎসাহিত করতে এই উদ্যোগ নিয়েছে তারা। (ছবি সৌজন্য-পিটিআই)
ন্যাশনাল রেস্টুরেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নেতৃত্বে দু-ডজনের বেশি রেস্তোঁরা গৌতম বুদ্ধ নগর লোকসভা কেন্দ্রের ভোটারদের উৎসাহিত করতে উদ্যোগ নিয়েছে। জানিয়েছে, ২৬ তারিখ ভোট দিয়ে ২৭ তারিখের মধ্যে তালিকাভুক্ত যে কোনও একটি রেস্তোঁরায় গিয়ে শুধু দেখাতে হবে হাতে থাকা কালির ছাপ। তাহলেই খাবারের উপর বিশেষ 'ডেমোক্রেসি ডিসকাউন্ট' দিচ্ছে তারা। (ছবি সৌজন্য-পিটিআই)
নয়ডার সেক্টর ১৩৭ নম্বরের অবস্থিত ফেলিক্স হাসপাতাল ভোটারদের জন্য বিশেষ 'ভোট ফর হেলদি ইন্ডিয়া' অফার এনেছে। তাদের তরফে জানানো হয়েছে, ভোট দেওয়ার পরে ২৬ থেকে ৩০ এপ্রিলের মধ্যে যে কোনও দিন হাসপাতালে এসে হাতের কালি দেখাতে হবে। তাহলেই ৬,৫০০ টাকার সম্পূর্ণ শরীর পরীক্ষার প্যাকেজ পাওয়া যাবে বিনামূল্যেই। (ছবি সৌজন্য- পিটিআই)
শুক্রবার ভোট হওয়ার কারণে লম্বা উইকএন্ডের ছুটি পাচ্ছেন অনেকে। তাঁদের ভোট দানে উৎসাহ দিতে অভিনব অফার দিচ্ছে নানা ভ্রমণ সংস্থা। বিভিন্ন প্যাকেজে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কেউ কেউ। এর ফলে অমৃতসরের স্বর্ণমন্দির থেকে কাশ্মীর, সব জায়গাতেই যেতে চাইছেন মানুষ। নতুন ভোটারদের জন্যও পুরো টুরে ১০ শতাংশ ছাড় ও পারিবারিক টুরের ক্ষেত্রে একজন যুবকে সম্পূর্ণ বিনামূল্যে থাকার অফারও দিয়েছে একটি সংস্থা। (ছবি সৌজন্য-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -