Dev Loksabha Election 2024 : 'স্বাধীনতার পর এরকম কখনও হয়নি', কী বিষয়ে এমন বললেন দেব ?
প্রচারে ফুল ফর্মে দেব। রুপোলি পর্দার সুপারস্টার। তাঁকে একবার দেখতে জড়ো হয় লাখো লাখো মানুষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেব। ১০ বছর ধরে ঘাটালের সাংসদ। এবার ভোটের আগে রাজনীতি ছাড়বেন বলেছিলেন। কিন্তু ফিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে।
সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে সামনে রেখেই ঘাটালের মানুষের থেকে ভোট চাইছেন তিনি। সেই সঙ্গে যেখানে যেখানে প্রচারে যাচ্ছেন, তাঁর কথায় বারবার মমতার প্রতি আনুগত্যের সুর।
ঘাটালের মানুষকে শুক্রবার কয়েকটি সহজ প্রশ্ন করে ভোট চাইলেন। বললেন, ঘাটালের সমস্য়া অতিরিক্ত বৃষ্টি হলে বন্য়া হয়। ঘাটালে ঘর কে ঘর ডুবে যায়।মানুষ মারা যায়। শস্য় নষ্ট হয়। ১০০ বছর আগের স্বপ্ন ঘাটাল মাস্টার প্ল্য়ান। দিদি বলেছে এই স্বপ্ন পূরণ হবে। তাহলে ভোটটা কাকে দেবেন?
আগেও ধর্মের নামে ভাগাভাগির বিরুদ্ধে কথা বলেছিলেন দেব। আবারও বললেন, একটাই ধর্ম হওয়া উচিত, মানব ধর্ম। যে মানুষকে ভাল রাখবে
ঘাটালের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি তুলে ধরে দেব বললেন, যে দলে বিশ্বাসী হন না কেন, যে মানুষকে ভাল রাখবে, তাকে ভোট দেওয়া উচিত।
সেই সঙ্গে কেন্দ্রকে করলেন আক্রমণ। বললেন,'দেশের চাকরির অবস্থা কতটা খারাপ...স্বাধীনতার পর এরকম কখনও হয়নি। গ্য়াস ডিজেল পেট্রোল যেভাবে দাম বেড়েছে আগে কখনও হয়নি। জিনিসের যা দাম আগে কখনও হয়নি। এবার বলুন কাকে ভোট দেবেন? '
দেবের কথা শুনে আপ্লুত মমতাও বললেন, 'যে তোমায় ছাড়ে ছাড়ুক , আমরা তোমায় ছাড়ব না'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -