Lok Sabha Polls 2024: কালী মন্দিরে পুজো সেরে প্রচারে লকেট, বৃষ্টিকে বুডো় আঙুল দেখিয়ে জনসংযোগ হুগলির BJP প্রার্থীর
লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) দিনক্ষণ প্রকাশ্যে আসতেই ধুমধাম করে প্রচারে নেমেছেন সব রাজনৈতিক দলগুলিই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ বৃষ্টির দিনে ছাতা মাথায় নিয়ে প্রচার সারলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Hooghly BJP Candidate Locket Chatterjee)। আর এবার হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি হয়ে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়।
এদিকে ওই লোকসভা কেন্দ্রেই এবার তাঁর বিপরীতে তৃণমূলের হয়ে ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায় (TMC Candidate Rachana Banerjee)।বলাইবাহুল্য এনিয়ে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে।
আজ সকালে প্রথমে পাণ্ডুয়া বিধানসভার পাঁচঘড়া এলাকায় কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
এরপর স্থানীয় একটি হরিসভায় হরিনাম সংকীর্তন আসরে প্রবেশ করে ঠাকুর প্রণাম করেন তিনি। তারপর স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করেন লকেট।
এরপর পাণ্ডুয়া বিধানসভার মাগুরা পূর্বপাড়া এলাকায় একটি কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার করেন সাংসদ।
পাশাপাশি পান্ডুয়া স্টেশন রোড সংলগ্ন এলাকায় পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতিতে গিয়ে সেখানকার পড়ুয়াদের সাথে বেশ কিছুটা সময় কাটান লকেট চট্টোপাধ্যায়।
সম্প্রতি বিজেপির প্রথম দফা তালিকা ঘোষণার পর জানা যায়, হুগলিতে বিজেপির হয়ে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এই অবধি সব ঠিকই ছিল। রবিবারের তৃণমমূলের জনগর্জন সভার পরেই প্রেক্ষাপটটা বদলে যায়।
হুগলি লোকসভা কেন্দ্রের হয়ে নাম ঘোষণা হয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের। ব্যাস সেই শুরু, লড়াই কি অভিনেত্রী বনাম অভিনেত্রীর নাকি অন্য কিছু ? গুঞ্জন চারিদিকেই।
যদিও বিতর্ক পাশে সরিয়ে কদিন আগেই এর উত্তর দিয়েছেন লকেট। 'লড়াইটা অভিনেত্রীদের নয়, মমতা-মোদির..।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -