Lok Sabha Polls 2024: প্রচারের মাঝে 'দাদুর চায়ের দোকানে' খেলেন চা, ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে কী বার্তা দেবের ?

Dev Ghatal Vote Campaign: দাদুর চায়ের দোকানে নেমে খেলেন চা, ঘাটালের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রচারে ঝড় তুললেন ঘাটাল লোকসভার TMC প্রার্থী অভিনেতা দেব..

‘..আর একবার জন্ম নিতে হলে নেব’, ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে বার্তা দেবের

1/11
 ঘাটালের খড়ার পৌর এলাকার একাধিক ওয়ার্ডে রোড শো করেন দেব।
2/11
পৌঁছে যান খড়ার কৃষ্ণপুর  এলাকায়  খেলার মাঠে নেমে ব্যাট হাতে খেলা শুরু করে দেব।
3/11
ঘাটালের ইড়পালা বাসস্ট্যান্ডে দাদুর চায়ের দোকানে হঠাৎ দাঁড়িয়ে যায় দেবের গাড়ি।
4/11
এরপর খড়ার থেকে  কুরাণ, গোবিন্দপুর হয়ে পৌছে যান ইড়পালা এলাকায়।
5/11
গাড়ি থেকে নেমে দেব, দাদুর দোকানে চা খান। এরপর সুপরি, মৌরি কস্তুরি সহযোগে মিঠাপাতা পান খান দেব।
6/11
এরপর আবার প্রচার শুরু। কোথায় দিনভর কর্মী সমর্থকদের নিয়ে ঘাটালের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রচারে ঝড় তুলেছেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী অভিনেতা দেব (দীপক অধিকারী) ।
7/11
ঘাটালে লড়াইয়ের ময়দানে দুই তারকা। দু'বারের সাংসদ দেবকে পরাস্ত করতে হিরণ চট্টোপাধ্যায়কে আসরে নামিয়েছে গেরুয়া শিবির।
8/11
ইতিমধ্যেই তাঁরা এলাকায় জমজমাট প্রচারে দুই প্রার্থী। লোকসভা নির্বাচনে ঘাটালে সম্মুখ সমরে দুই তারকা।
9/11
দেবের রোড শো-পুজো দিয়ে প্রচারে হিরণ। এবার প্রথম লোকসভা ভোটে লড়ছেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
10/11
ঘাটালে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট তারকা প্রার্থী দেব। মঙ্গলবার জোরদার প্রচার করেন দুই তারকাই।
11/11
সবংয়ের ভেমুয়া শ্যামসুন্দরপুর এলাকায় জনসভা দিয়ে প্রচার শুরু করেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।
Sponsored Links by Taboola