Lok Sabha Electionপ্রথমবার ভোট দিচ্ছেন ? যেগুলি নজরে না রাখলেই নয়
প্রথমত নিজের যথাযথ পরিচয়পত্র দিয়ে সবার প্রথমে ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে আপনার বয়েস ১৮ বছর হলেই ভোট দেওয়ার উপযুক্ত হয়ে উঠবেন।
Voters.eci.gov.in-এ গিয়ে এবং Form 6 জমা দিয়ে আপনি অন্তর্ভুক্ত হতে পারবেন।
ভোটার আইডি মূলত হল ভোট যুদ্ধে আপনার টিকিট। যা দিয়ে আপনি নিজের মত জানাতে পারবেন।
এরপর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনার ভোটদানের তারিখ ও ভোট কেন্দ্রটি খুঁজে বার করুন।
নিয়ম অনুযায়ী, আপনার বাড়ির ২ কিমির মধ্যে ভোট কেন্দ্রটি থাকবে।
ভোটের দিন ভোটার কার্ড নিতে কোনওভাবেই ভূলবেন না। ভোট কেন্দ্রে প্রবেশের আগে এটি দেখতে চাওয়া হবে।
ভোট কেন্দ্রে যাওয়ার সময় কোনও ইলেকট্রনিক সামগ্রী কাছে রাখবেন না।
ভোট কেন্দ্রে ঢুকে আপনি EVM এ আপনার পছন্দের প্রার্থীর নাম ও প্রতীকে পাশের বোতামে চাপ দিন।
এর পরে একটি আওয়াজ হবে। ভিভিএপ্যাট থেকে কাগজ বেরিয়ে আসবে। অর্থাৎ আপনার ভোট সম্পন্ন হয়েছে। এই যাবতীয় তথ্য প্রদান করেছে National Geographic India .
- - - - - - - - - Advertisement - - - - - - - - -