Lok Sabha Polls 2024: 'দিদির গ্যারান্টিতেই মানুষের ভরসা..', পুজো সেরে প্রচার শুরু যাদবপুরের TMC প্রার্থী সায়নীর

Saayani Jadavpur Vote Campaign: আজ শিবলিঙ্গে পুজো দিয়ে প্রচারে নামলেন সায়নী..

'দিদির গ্যারান্টিতেই মানুষের ভরসা..', পুজো সেরে প্রচার শুরু যাদবপুরের TMC প্রার্থী সায়নীর

1/10
শিবলিঙ্গে পুজো দিয়ে প্রচার শুরু করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Jadavpur TMC Candidate Saayani Ghosh)।
2/10
সায়নী বলেন,' প্রতিশ্রুতি না, আমরা কথা দিই না, কথা রাখি। মানুষ মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের জন্য তাঁকে ভোট দেবেন।
3/10
কেন্দ্রের বিভেদকামী সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে। এই রাজ্যে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই, দাবি সায়নীর।
4/10
সায়নীর সংযোজন, পশ্চিমবাংলায় যদি মানুষের কোনও ভরসা থাকে, তা হল দিদির গ্যারান্টি।
5/10
'কাকে পাওয়া যায়নি, না যায়নি', সেটা নিয়ে উৎসাহ না দেখিয়ে সায়নী বলেন, বিগত তিন বছর ধরে তিনি রাজনীতি করছেন। যাদবপুরের মানুষের এটুকু ভরসা তার প্রতি আছে, যে ২৪ ঘণ্টা সায়নী ঘোষকে তাঁরা পাশে পাবে।
6/10
রাজপুর সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বটতলা থেকে প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ।
7/10
বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুরো এলাকা পরিদর্শন করেন তিনি।
8/10
তার সাথে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলি মণ্ডল সহ তৃণমূল কর্মীরা।
9/10
দোরগড়ায় লোকসভা ভোট, বলাই বাহুল্য রাজ্য জুড়েই মিছিলে স্লোগানে মেতেছে রাজনৈতিক দলগুলি।
10/10
যাদবপুরে সায়নীর বিপরীতে বিজেপির হয়ে লড়ছেন এবার অনির্বান গঙ্গোপাধ্যায়।
Sponsored Links by Taboola