Lok Sabha Polls 2024: তৃণমূলের জনগর্জন সভার দিনেই ন্যাজাটে নিশানা শুভেন্দুদের
তৃণমূলের জনগর্জন সভার দিনেই ন্যাজাট থেকে ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্রিগেডে জনগর্জন সভায় যখন প্রার্থী ঘোষণা করে নয়া চমক। বিজেপির বিরুদ্ধে বিষোদগার করছেন তৃণমূল সুপ্রিমো, ঠিক সেই সময়েই সন্দেশখালিকাণ্ডের এতদিন পরেও ঘটনাস্থলে না যাওয়া নিয়ে তোপ দাগলেন শুভেন্দু।
একদিকে যেতে চেয়েও বাধার মুখে পড়তে হয়েছে একটা সময় শুভেন্দু-সুকান্তদের। পরে হাইকোর্টের অনুপতি পেয়ে আজ ন্যাজাটে যান বিরোধী দলনেতা।
কিন্তু এতকিছু হওয়ার পরেও কেন ওই স্থানে পা রাখেননি মমতা (Mamata Banerjee), তা নিয়ে নিশানা করেন তিনি। এদিনও তার মুখে শোনা যায়, 'পিসিকে প্রাক্তন করব।'
এদিন শুভেন্দু বলেন, 'চোর মমতা ব্রিগেডে চোরেদের সভায় বলছে। ওকে ফাঁকা মাঠ ছাড়বেন? ওকে ফাঁকা মাঠে খেলতে দেওয়া হবে? সন্দেশখালি জ্বলছে, আর চোর মমতা হাসছে।'
আমার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মতো মূর্তি আপনারা রণংদেহী মূর্তি জেহাদিদের বিরুদ্ধে আপনারা যে ভূমিকা নিয়েছেন শত কোটি প্রণাম জানাই। আপনারা জানেন সন্দেশখালি একা নন, সন্দেশখালির সঙ্গে গোটা ভারতবর্ষ আছেন, বলেন শুভেন্দু।
এদিন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায় এই রাজ্য়ের মুখ্য়মন্ত্রী তিনি নাকি মহিলা দরদি। তিনি নাকি পাঁচশো টাকা, হাজার টাকা অনেক কিছু দিয়েছেন। তিনি আজকে ২ মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালিতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। '
অন্য়দিকে, শুভেন্দু বলেন,' একমাত্র বিজেপি আপনাদের সন্দেশখালির লড়াইকে সন্দেশখালি থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা। তাই এই লড়াই চলছে, চলবে।'
ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালির মা-বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না, সরব শুভেন্দু।
এ লড়াই চলবে তো? চলবে তো? ইভিএমে বদলা হবে তো? ইভিএমে বদলা হবে তো? পদ্ম ফুটবে তো? সন্দেশখালি জ্বলছে । চোর তৃণমূলকে উৎখাত করছেন তো? প্রশ্ন তোলেন শুভেন্দু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -