লোকসভার প্রথম দফায় দেশজুড়ে ভোটদান একাধিক হেভিওয়েটের, দেখুন তাঁদের ছবি
অসমে ভোট দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈই-এর ছেলে ও কংগ্রেস নেতা তরুণ গগৈ। (ছবি সৌজন্য
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅসমের জোরহাটে ভোট দিলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। সাধারণ মানুষকে নির্ভয়ে নিজেদের মত প্রকাশ করার পরামর্শ দেন ভোট কেন্দ্র থেকে বেরিয়ে। (ছবি সৌজন্য- পিটিআই
মহারাষ্ট্রে স্বপরিবার ও পরিচিতদের নিয়ে গিয়ে নাগপুরে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা নীতীন গড়কড়ি। দেশের এই নির্বাচনকে বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যম বলেও জানান তিনি।
সস্ত্রীক ভোট দিলেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা প্রফুল্ল প্যাটেল। (ছবি সৌজন্য-পিটিআই)
উত্তরাখণ্ডের ঋষিকেশের একটি ভোট কেন্দ্র সকাল সকাল ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন যোগগুরু রামদেব। তার সঙ্গে ছিলেন সহযোগী বালকৃষ্ণও। (ছবি সৌজন্য- এএনআই)
নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ভুললেন না সদগুরুও। আজ সকালে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় তাঁকে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক এই উৎসবে যোগ দিতে পেরে তিনি গর্বিত বলেও জানান। (ছবি সৌজন্য- পিটিআই)
ভোট দিয়ে বুথের বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রামওয়াল। যুব সম্প্রদায় ও মহিলাদের সবার কাছে সকাল সকাল এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্যও আবেদন করেন বর্ষীয়ান এই মন্ত্রী। (ছবি সৌজন্য-পিটিআই)
নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর অন্যদেরও তাড়াতাড়ি এসে নিজের অধিকার প্রয়োগ করার পরামর্শ দেন বিখ্যাত অভিনেতা কামাল হাসান। সঠিক প্রার্থীকে নির্বাচিত করে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্যও অনুরোধ করেন। (ছবি সৌজন্য - পিটিআই)
ভোট দিয়ে বুথ কেন্দ্রের বাইরে বেরিয়ে হাতে কালির ছাপ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন কিরণ রিজিজু। সবাইকে এগিয়ে এসে দেশ গড়ার কাজে সাহায্য করারও আবেদন করেন। (ছবি সৌজন্য-পিটিআই)
ভোট দেওয়ার পর তাঁরই মতো এগিয়ে এসে সবাইকে দেশ গড়ার কাছে সাহায্য করার আবেদন জানান বিখ্যাত অভিনেতা রজনীকান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -