Sana Ganguly Lifestyle: অফিস যান লোকাল ট্রেনে, পাতে নিরামিষ খাবার! এত সাধারণ জীবন সৌরভ-কন্যার!
তাঁর ছোটবেলা কেটেছে বীরেন রায় রোডের বিশাল লাল বাড়িটায়। বাবাকে চেনে গোটা বিশ্ব, মা নামকরা নৃত্যশিল্পী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে সেই তারকাদ্যুতি থেকে ছোট্ট মেয়েটি গা ভাসায়নি কোনোদিনই। চেষ্টা করেছে নিজের পরিচিতি তৈরি করার। যাঁকে গোটা বিশ্ব এক ডাকে চিনে নিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)- ও ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) কন্যা বলে, তিনি বোধহয় চেয়েছিলেন, তাঁকে মানুষ প্রথমে চিনুক সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly) বলে।
বর্তমানে লন্ডনে কর্মরত সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা, সানা। উচ্চশিক্ষার পরে, আপাতত লন্ডনেই কাজ করছেন তিনি।
যিনি কলকাতার বুকে জীবন কাটাতে পারতেন বৈভবে, পরিচিতিতে, খ্যাতিতে, লন্ডনে কেমন কাটছে তাঁর জীবন? কলকাতায় বসে, এবিপি লাইভকে মেয়ের রোজনামচার গল্প শোনালেন, মা ডোনা গঙ্গোপাধ্যায়।
পড়াশোনা শেষ করে, লন্ডনে থাকছেন সানা, বন্ধুদের সঙ্গেই। কেমন করে দিন কাটে তাঁর? ডোনা বলছেন, 'সানা লন্ডনের অ্যাপার্টমেন্টেই থাকে এখন। সেখান থেকে ওর অফিসের দূরত্ব ঘণ্টাখানেকের। টিউব নয়, সানা লোকাল ট্রেনে করেই যায়।'
ডোনা বলছেন, 'ওর বাবা চেয়েছিল, সানা গাড়ি করেই যাতায়াত করুক। কিন্তু আমি তা চাইনি। আমি চেয়েছিলাম সানা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করুক। সানা তাই ট্রেনে করে অফিস যাতায়াত করে।'
এখানেই শেষ নয়, আর পাঁচটা মেয়ের মতোই, অফিস থেকে ফিরে রান্নাও করেন সৌরভ-কন্যা! ডোনা বলছেন, 'সানা এখন প্রায় নিরামিষ খাবারই খায়। বন্ধুদের সঙ্গে একসঙ্গে রান্না করে.. তারা প্রায় সবাই নিরামিষাশী। ফলে সানাও আর মাছ-মাংস খেতে চায় না। '
ডোনা আরও বলছেন, 'আমাদের বাড়িতে একটা বিশেষ মেনু হয়। ঘি-ভাত। জিনিসটা আসলে সবজি দিয়ে, ঘি দিয়ে তৈরি করা পোলাওয়ের মতোই। সানা ওটা খুব ভালবাসে। ও লন্ডন থেকে ফিরলে বাড়িতে ওটা রান্না হবেই।'
নববর্ষে বেশ কয়েক বছর পরে কলকাতায় ফিরেছেন সানা। আগামী বেশ কয়েকটা দিন এখানেই থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। নববর্ষও কেটেছে বাড়িতেই, পরিবারের সঙ্গে।
সৌরভ গঙ্গোপাধ্যায় আপাতত ব্যস্ত আইপিএল (IPL) নিয়ে। দিল্লি ক্যাপিটাল্সের (Delhi Capitals) সঙ্গে সফর করছেন তিনি। নববর্ষে থাকতে পারেননি পরিবারের কাছে। তবে নববর্ষ বাড়িতে কাটানোর পরে ডোনা আর সানাও সঙ্গী হয়েছেন সৌরভের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -