Ram Navami 2024 : দেবের মুখে 'জয় শ্রীরাম', রামনবমীর মিছিলে সায়নীও, তারকাখচিত রামনবমীর ছবি

Loksabha Election 2024 : ঠাকুর তো কারও একা হতে পারে না, আমি তো ইফতার পার্টিতেও গিয়েছিলাম, বললেন দেব

দেবের মুখে 'জয় শ্রীরাম'

1/8
ঘাটালের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী দেবের গলায় এবার জয় শ্রীরাম ধ্বনি। বুধবার রামপুজোর আয়োজন করেছিল ঘাটালের রামনবমী উৎসব কমিটি। ছবি - দেবের ফেসবুক প্রোফাইল
2/8
গত কয়েক বছরে 'জয় শ্রীরাম' ধ্বনির আলাদা করে পরিচিতি তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। বহু ক্ষেত্রে বিজেপি কর্মীদের 'জয় শ্রীরাম' ধ্বনি দিতে দেখে, পাল্টা 'জয় বাংলা' স্লোগান দিতে দেখা গেছে তৃণমূল কর্মীদের। ছবি - দেবের ফেসবুক প্রোফাইল
3/8
রামনবমীর অনুষ্ঠানে দেবের এই স্লোগান আলাদা করে নজর কেড়েছে রাজনৈতিক মহলের। দেব বলছেন, ঠাকুর কারও একার নয় ! আর বিরোধী দলনেতার খোঁচা, ভক্তি নয়, ভয়ে বলছেন । ছবি - দেবের ফেসবুক প্রোফাইল
4/8
রামনবমী উপলক্ষে হাওড়ায় তৃণমূলের মিছিলে উঠল জয় শ্রীরাম স্লোগান। জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে মিছিলে সামিল হলেন তৃণমূল কর্মীরা। ছবি - সায়নীর ফেসবুক প্রোফাইল
5/8
মিছিলে অংশ নেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়, যুব তৃণমূলের সভানেত্রী ও যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ। বজরংবলী মন্দিরে শেষ হয় শোভাযাত্রা। ছবি - সায়নীর ফেসবুক প্রোফাইল
6/8
হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন রামনবমীর মিছিলের মাধ্যমে জনসংযোগ সারেন। ছবি - সায়নীর ফেসবুক প্রোফাইল
7/8
হাওড়ায় এদিন বিজেপি ও তৃণমূল উভয় দলের কর্মী সমর্থকরাই রামনবমীতে ব়্যালি বের করেন। গত বছরের স্মৃতি নিয়ে একটা চোরা-টেনশন ছিল ই। তবে হাওড়ায় এদিন দেখা গেল সম্প্রীতির ছবিই। ছবি - সায়নীর ফেসবুক প্রোফাইল
8/8
রামনবমী উপলক্ষে হাওড়ায় তৃণমূলের মিছিল এক কথায় ছিল বর্ণাঢ্য। যাদবপুর কেন্দ্রের প্রার্থীকে দেখতেও ভিড় করেন অনেকেই।
Sponsored Links by Taboola