Mahua Moitra Campaign: রোদ মাথায় নিয়ে সকাল থেকে প্রচার, ঢুঁ মারলেন চায়ের দোকানেও, ED-র সামনে হাজিরা দিলেন না মহুয়া
বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘন মামলায় দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় বৃহস্পতিবার ED-র সামনে হাজিরা দিলেন না কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বরং এদিন নিজের কেন্দ্রে প্রচারে ব্যস্ত থাকলেন তিনি। ছবি: মহুয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের নয়াটর আইল্যান্ডে প্রচার সারেন মহুয়া। হুডখোলা গাড়িতে চেপে যেমন প্রচার সারেন, তেমনই পায়ে হেঁটে বাড়ি বাড়িও পোঁছে যান। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ছবি: মহুয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
বৃহস্পতিবারই দিল্লিতে ED-র সামনে হাজিরা দেওয়ার কথা ছিল মহুয়ার। কিন্তু দিল্লি যাননি মহুয়া। কৃষ্ণনগরে প্রচার চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ED-র তলবের চেয়ে আপাতত নিজের প্রচারেই জোর দিচ্ছেন তিনি। ছবি: মহুয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
এর আগেও, দু’বার মহুয়াকে সমন পাঠায় ED. কিন্তু নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত থাকার দরুণ যেতে পারবেন না বলে জানিয়ে দেন তিনি। এ নিয়ে নির্বাচন কমিশনকেও চিঠি লেখেন মহুয়া। নির্বাচনী আচরণ বিধি চালুর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির জন্য পৃথক নির্দেশিকা জারির প্রয়োজন বলে জানান তিনি। ছবি: মহুয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এবং ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
এদিন সকাল সকালই প্রচারে বেরিয়ে পড়েন মহুয়া। চড়া রোদ থেকে বাঁচতে চোখ ঢেকে রেখেছিলেন সানগ্লাসে। পরনে ছিল নীল রঙের শাড়ি। ঘোমটায় ঢেকে রেখেছিলেন মাথা। ছবি: মহুয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এবং ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে এদিন একটি চায়ের দোকানেও ঢুকে পড়েন মহুয়া। সেখানে দোকানের মালিক এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। ছবি: মহুয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এবং ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এর আগে চায়ের দোকানে ঢুকে চা বানাতে দেখা গিয়েছে। মহুয়া নিজেহাতে চা যদিও বানাননি, তবে গরম লাল চা তৈরি হওয়া মাত্রই কাপে ঢেলে চুমুক দেন তিনি। ছবি: মহুয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এবং ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
এক বার নয়, দু'বার করে কাপে চা ঢেলে চুমুক দেন মহুয়া। দলের স্থানীয় নেতা-কর্মীদের থেকে পারিপার্শ্বিক পরিস্থিতিও বুঝে নিতে দেখা যায় তাঁকে। ছবি: মহুয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এবং ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
তবে মহুয়া প্রচারে ব্যস্ত থাকলেও, চুপ করে বসে নেই ED. মহুয়ার সহযোগী সুহান মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। ছবি: মহুয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এবং ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
সংসদে আদানিদের দেওয়া প্রশ্ন করতে মহুয়া ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে টাকা পেয়েছিলেন বলে অভিযোগ। হীরানন্দানিকেও তলব করেছে ED. ছবি: মহুয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এবং ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -