Mithun Chakraborty: 'শশা-মুড়ি-গুড় খেয়ে তৃণমূলের প্রচার করেছি, আমি পাল্টিবাজ হলে বাকিরা কী?'
মোদির সঙ্গে মিঠুন
1/10
হাইভোল্টেজ সভায় হেভিওয়েট যোগদান। আজ ব্রিগেডে মোদির সভায় বিজেপিতে যোগদান করলেন মিঠুন চক্রবর্তী।
2/10
নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। শুক্রবার থেকে তিনি প্রচারে নামতে পারেন। এদিকে, প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুনের বিজেপিতে যোগদান ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজার পারদ।
3/10
রবিবার বিজেপিতে ইনিংস শুরু করার পর শুক্রবার থেকেই প্রচারে নামতে পারেন মিঠুন চক্রবর্তী।
4/10
বিজেপি সূত্রে দাবি, ব্রিগেডে সমাবেশ শেষ হওয়ার পর গ্রিনরুমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় নরেন্দ্র মোদির।
5/10
সেখানেই নরেন্দ্র মোদি তাঁকে বলেন, ১২ মার্চ থেকে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিলেন। আপনি ১২ মার্চ থেকে প্রচারে নামুন।
6/10
তবে মিঠুন চক্রবর্তী সেদিন প্রচারে নামলে, কোথায় সভা করবেন, তা এখনও ঠিক হয়নি। সেই সিদ্ধান্ত নেবে বিজেপির রাজ্য নেতৃত্ব।
7/10
এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আজ মিঠুন বলেন, ‘পিকচার আভি বাকি হ্যায়।গরিবদের পাশে দাঁড়াব স্বপ্ন ছিল। ভাল-মন্দ সব জায়গায় আছে। মানুষের জন্য কাজ করতে চায় বিজেপি’
8/10
তিনি আরও বলেন, ‘কেউ বলতে পারবে আমি কারো থেকে সুবিধা নিয়েছি? তৃণমূল আমায় অফার দিয়েছিল, আমি গ্রহণ করেছি। শশা-মুড়ি-গুড় খেয়ে তৃণমূলের হয়ে প্রচার করেছি। আমি তো পাল্টিবাজ, বাকিরা কী?’
9/10
আজ বিজেপিতে যোগ দেওয়ার পর মিঠুন বলেন, ‘আমি যা চেয়েছি অন্যের জন্য। তৃণমূলে আমি কখনও কিছু চাইনি। মমতাদি নিজে আমায় অফার করেছেন। শুভেন্দু বললে নন্দীগ্রামে প্রচারে যাব।’
10/10
মিঠুন চক্রবর্তী বলেন, ‘মানুষের ভালবাসাই আমায় এখানে এনেছে। সব কিছু উল্টে-পাল্টে যাবে। বাংলার মানুষের জন্য জীবনের শেষদিন পর্যন্ত লড়ব’।
Published at : 08 Mar 2021 12:48 AM (IST)