Mithun Chakraborty: 'শশা-মুড়ি-গুড় খেয়ে তৃণমূলের প্রচার করেছি, আমি পাল্টিবাজ হলে বাকিরা কী?'
হাইভোল্টেজ সভায় হেভিওয়েট যোগদান। আজ ব্রিগেডে মোদির সভায় বিজেপিতে যোগদান করলেন মিঠুন চক্রবর্তী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। শুক্রবার থেকে তিনি প্রচারে নামতে পারেন। এদিকে, প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুনের বিজেপিতে যোগদান ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজার পারদ।
রবিবার বিজেপিতে ইনিংস শুরু করার পর শুক্রবার থেকেই প্রচারে নামতে পারেন মিঠুন চক্রবর্তী।
বিজেপি সূত্রে দাবি, ব্রিগেডে সমাবেশ শেষ হওয়ার পর গ্রিনরুমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় নরেন্দ্র মোদির।
সেখানেই নরেন্দ্র মোদি তাঁকে বলেন, ১২ মার্চ থেকে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিলেন। আপনি ১২ মার্চ থেকে প্রচারে নামুন।
তবে মিঠুন চক্রবর্তী সেদিন প্রচারে নামলে, কোথায় সভা করবেন, তা এখনও ঠিক হয়নি। সেই সিদ্ধান্ত নেবে বিজেপির রাজ্য নেতৃত্ব।
এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আজ মিঠুন বলেন, ‘পিকচার আভি বাকি হ্যায়।গরিবদের পাশে দাঁড়াব স্বপ্ন ছিল। ভাল-মন্দ সব জায়গায় আছে। মানুষের জন্য কাজ করতে চায় বিজেপি’
তিনি আরও বলেন, ‘কেউ বলতে পারবে আমি কারো থেকে সুবিধা নিয়েছি? তৃণমূল আমায় অফার দিয়েছিল, আমি গ্রহণ করেছি। শশা-মুড়ি-গুড় খেয়ে তৃণমূলের হয়ে প্রচার করেছি। আমি তো পাল্টিবাজ, বাকিরা কী?’
আজ বিজেপিতে যোগ দেওয়ার পর মিঠুন বলেন, ‘আমি যা চেয়েছি অন্যের জন্য। তৃণমূলে আমি কখনও কিছু চাইনি। মমতাদি নিজে আমায় অফার করেছেন। শুভেন্দু বললে নন্দীগ্রামে প্রচারে যাব।’
মিঠুন চক্রবর্তী বলেন, ‘মানুষের ভালবাসাই আমায় এখানে এনেছে। সব কিছু উল্টে-পাল্টে যাবে। বাংলার মানুষের জন্য জীবনের শেষদিন পর্যন্ত লড়ব’।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -