WB Municipal Election 2022 : রক্ত ঝরল , চলল গুলি, ভুয়ো ভোটারের দে দৌড়, দেখুন পুরভোটের ছবি
রক্ত ঝরল চার পুরসভার ভোটে। আসানসোলের ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। গ্রেফতার ৩। গন্ডগোলে জিরো টলারেন্স, জানাল নির্বাচন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবহিরাগতদের ঢোকানোর অভিযোগে উত্তপ্ত বিধাননগর। এলএ ব্লকে ৩৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল প্রার্থীর হাতাহাতি।
বিধাননগরের কৈখালিতে তৃণমূল ও সিপিএম সমর্থকদের মারামারি। বহিরাগতদের এনে ভোট, অভিযোগ সিপিএম প্রার্থীর।
বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে বাথরুমে লুকিয়ে ভুয়ো ভোটার। ধরা পড়তেই দিলেন দে দৌড়। পিছনে দৌড়ল পুলিশ। ধরা কিন্তু পড়লেন না।
আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী, বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। পাল্টা অভিযোগ তৃণমূলের। ক্যামেরার সামনে ভোটার স্লিপ নর্দমায় ফেললেন তৃণমূল কর্মী।
পাল্টা জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এনিয়ে বিজেপি নেতার সঙ্গে বচসা। উত্তেজনা ছড়ানোর অভিযোগে তাঁকে বুথ থেকে বের করে দেয় পুলিশ। এরপর বুথের বাইরে চেয়ারে বসে নজরদারি জারি রাখেন বিজেপি নেতা।
বিধাননগরের ২৮ নম্বর ওয়ার্ডে বৃদ্ধাকে ভোট দিতে সাহায্য বৌমার। পরিচয় জানেন না শাশুড়িই।
বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডের চঞ্চলকুমারী বালিকা বিদ্যালয়ের বুথের লাইনে দাঁড়িয়ে ভুয়ো ভোটার। নাম জিজ্ঞাসা করায় প্রথমে জানান রঞ্জিত দাস। অথচ ভোটার স্লিপে লেখা দেবাশিস ঘোষ। প্রশ্ন করায় নিজেকে একইসঙ্গে রঞ্জিত দাস ও দেবাশিস ঘোষ বলে পরিচয় দিয়ে সেখান থেকে একরকম পালিয়েই যান ভুয়ো ভোটার।
বিধাননগর, আসানসোলে ক্যামেরায় ধরা পড়ল ভুয়ো ভোটারের ছবি। সল্টলেকের ৩১ নম্বর ওয়ার্ডে ক্যামেরা দেখে দৌড় ভোটারের। একই ছবি আসানসোলে ৮৪ নম্বর ওয়ার্ডেও।
আসানসোলের ১২ নম্বর ওয়ার্ডের জামুড়িয়ার (Jamuria) শ্রীপুর বয়েজ হাইস্কুলের বুথ দখলের চেষ্টা, গ্রামবাসীরা বাধা দেওয়ায় গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম প্রার্থীকে ভয় দেখাতেই গুলি, ফেসবুক লাইভে অভিযোগ সিপিএম প্রার্থী দয়াময় বাউড়ির মেয়ের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -