Narendra Modi Files Nomination: রাজনীতিক নন, তবু মোদির মনোনয়ন পেশের সময় ঠিক পাশে রইলেন এই ব্যক্তি, কে ইনি?
মঙ্গলবার বারাণসী থেকে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনাথ সিং, অমিত শাহ ও ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এনডিএ এর শরিক নেতারা এদিন সঙ্গে ছিলেন মোদির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়া মনোনয়ন পেশের সময় মোদির ঠিক পাশে যাঁকে দেখা গেল, তিনি শ্বেত শ্মশ্রু । শীর্ণকায় এক সাধু।
কে ইনি? না ইতি রাজনীতির সঙ্গে সম্পর্কিত নন। ইনি আরএসএসের কার্যকর্তাও নন। কিন্তু মোদি এই ব্যক্তিকে রাখলেন এক্কেবারে পাশে।
সবার মনেই উৎসাহ ছিল , কে এই ব্যক্তি ? অনেকেরই হয়ত মনে থাকবে, এঁকে দেখা গিয়েছিল রামমন্দির উদ্বোধনের আগে।
নরেন্দ্র মোদির পাশে বসা এই মানুষটি পন্ডিত গণেশ্বর শাস্ত্রী। পরিচয়, ইনি একজন ব্রাহ্মণ পণ্ডিত। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের জন্য শুভ সময় বেছে দিয়েছিলেন ইনিই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নিয়ে তৃতীয়বার বারাণসী থেকে লড়ছেন লোকসভা নির্বাচনে। বারাণসী আসন থেকে লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার জন্য তিনি বেছে নিলেন ১৪ মে দিনটি। এর পিছনে কারণটি কী ? সূত্রের খবর মঙ্গলবার একটি অত্যন্ত শুভ মুহূর্ত ছিল। পণ্ডিতদের পরামর্শ নিয়েই এই ক্ষণটি বেছে নিয়েছিলেন মোদি।
জানা গিয়েছে, দশাশ্বমেধ ঘাটে এদিন তিনি গঙ্গা স্নান এবং গঙ্গা পুজো করেন। হিন্দু কিংবদন্তী অনুসারে, ব্রহ্মা এই ঘাটেই ১০ টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই থেকেই দশাশ্বমেধ ঘাট।
সকালে তিনি বারাণসীর কাল ভৈরব মন্দিরে প্রার্থনা করেন। কারণ প্রতিবারই তিনি এই নিয়ম মেনে এসেছেন। কালভৈরবকে বলা হয় বারাণসীর দ্বাররক্ষী। তাঁর অনুমতি ছাড়া বারাণসীতে প্রবেশ করা যায় না।
হিন্দু জ্যোতিষশাস্ত্রে একটি শুভ সময় বলে মনে করা হয। ১৪ মে গঙ্গা সপ্তমী। এ দিন দেবী গঙ্গা পৃথিবীতে নেমে এসেছিলেন । এই তিথি গঙ্গা জয়ন্তী নামেও পরিচিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -