Panchayat Election 2023: 'পদ্মফুলের বদলে সরষে ফুল..', বারাবনির সভায় গিয়ে বড় বার্তা অভিষেকের
পঞ্চায়েত ভোটের দোরগড়ায় বারাবনির সভায় ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন তিনি কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করে প্রশ্ন তুলে বলেন, 'বিজেপির আচ্ছে দিনের নমুনা কী ? বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি।
যে আপনাদের লুঠছে তার সঙ্গে কী করে থাকবেন ?' প্রশ্ন তোলেন অভিষেক।
অভিষেক আরও বলেন, '১০০ দিনের কাজের ৭৫০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। কেন্দ্রের বিজেপি সরকারের কাছে মাথা নত করবে না তৃণমূল কংগ্রেস।
তিনি বলেন, ইডি-সিবিআই লাগালেও কেন্দ্রের কাছে মাথা নত করব না। মানুষ চাইছে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত দখল করুক।
প্রধানমন্ত্রী যা চাইবে তাই হবে না, মানুষ যা চায় তাই হবে। প্রধানমন্ত্রীর দম্ভ এমন জায়গায় পৌঁছে গেছে যে মানুষকে মানুষ বলে মনে করছেন না, বলেন অভিষেক।
এদিন অভিষেকের নিশানায় পড়েন জিতেন্দ্রও। তিনি বলেন, 'বাংলায় সবচেয়ে চোরের নাম জিতেন্দ্র তিওয়ারি, সে গিয়ে বসে আছে দিল্লিতে।
কাগজে মুড়ে হাত বাড়িয়ে টাকা নিয়েছে সে নাকি প্রধানমন্ত্রীর কাছে গ্যারান্টার। অসমের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা এখন প্রধানমন্ত্রীর কাছে নাকি গ্যারান্টার , বলেন অভিষেক।
ডবল ইঞ্জিন বলে কিছু নেই, ডবল ইঞ্জিন নামে ডবল চুরি, কটাক্ষ অভিষেকের।
তিনি আরও বলেন, কোভিডের মধ্যে ৮ দফায় ভোট করেছিল। এবার এক দফায় ভোট হবে। ভোটবাক্স খুললে যেন পদ্মফুলের বদলে সরষে ফুল দেখে। দেড়মাসের মধ্যে দেড়লক্ষ মানুষকে নিয়ে গিয়ে দিল্লিতে ধর্না দেব। আমাদের দাবি আমরা আদায় করে ছাড়ব।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -