Panchayat Election 2023: 'আগামী ৬ মাসের মধ্যে দুয়ারে সরকারের প্রতিনিধি বাড়িতে রেশন দেবে', বলেন অভিষেক
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'তৃণমূল কথা দিয়ে কথা রাখে, বিজেপি প্রতিশ্রুতি পালন করে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমানুষের পাশে নেই বিজেপি, মানুষের পাশে থাকে তৃণমূল। তৃণমূল কথা দিয়ে কথা রেখেছে, দাবি জানান অভিষেক।
এদিন অভিষেক বলেন, আগামী ৬ মাসের মধ্যে দুয়ারে সরকারের প্রতিনিধি গিয়ে বাড়িতে রেশন দেবে।
অভিষেক বলেন, আইনি জটিলতায় এই প্রকল্প এতদিন আটকে ছিল।
অভিষেক বলেন, দাম বেড়ে গেছে জীবনদায়ী ওষুধেরও। প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।
বিজেপিকে উৎখাত না করলে দেশের ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে হবে, দাবি তাঁর।
অভিষেক বলেন, 'বিজেপি ভাইরাস হলে ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়'
অভিষেক এদিন আরও বলেন, '৬ মাস আগে বাংলার মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার নিলে ভিখারি বলেছে।'এখন বলছে পঞ্চায়েতে জিতলে ২ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব।
গুজরাত, মহারাষ্ট্রের মতো ১২টি রাজ্যে বিজেপি ক্ষমতায় আছেন। কোনও একটি রাজ্যে ১ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেখান, চ্যালেঞ্জ অভিষেকের।
সুকান্ত-শুভেন্দুর মধ্যে কে বেশি মিথ্যে কথা বলবে তার প্রতিযোগিতা চলছে, বলেন অভিষেক।
বাংলার টাকা যারা আটকে রাখে তারা কি অনুদান দেবে ? প্রধানমন্ত্রী গ্রাম-সড়ক যোজনার কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে, দাবি অভিষেকের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -