Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম সন্ত্রাস, বুথে বুথে ছাপ্পা ভোটের অভিযোগ

Panchayat Poll 2023: পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস। ভোট শুরু হতেই বুথ দখলের চেষ্টা। বুথে বুথে ছাপ্পা ভোটের অভিযোগ

ফাইল ছবি

1/6
বসিরহাট ২ নম্বর ব্লকের চৈতা গ্রাম পঞ্চায়েতের ৯৯ ও ১০০ নম্বর বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোটারদের লাইনও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
2/6
ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের নেতড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর বুথে ভোটকর্মীদের মাথায় বনদুক ঠেকিয়ে রাতভর ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের দুষকৃতীদের বিরুদ্ধে।
3/6
পরে সিপিএম কর্মী ও গ্রামবাসীরা মিলে প্রতিরোধ গড়ে তোলেন। ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া হয়। তাণ্ডবের কথা স্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার ও পুলিশ কর্মীরা। স্বীকারোক্তির ভিডিও ভাইরাল।
4/6
উত্তর ২৪ পরগনার বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের টালিভাটা স্কুলের বুথে অবাধে ছাপ্পা ভোট। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল কর্মীরা ভোট লুঠ করছে বলে অভিযোগ। ভাইরাল ছাপ্পা ভোটের ভিডিও।
5/6
উত্তর ২৪ পরগনায় বাদুড়িয়ায় ফিল্মি কায়দায় ছাপ্পা ভোট বুথ দখল করে ছাপ্পা ভোট দেওযার অভিযোগ।
6/6
উত্তর দিনাজপুরের ইসলামপুরের ভাতপুকুরে একঘণ্টার মধ্যে ভোট শেষ। সকাল ৭টায় ভোট শুরু। ৮টার সময় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকর্মীদের বের করে দিয়ে দেদার ছাপ্পা দিচ্ছেন তৃণমূল কর্মীরা। ৮টার মধ্যেই ব্যালট বক্স গালা দিয়ে সিল করে দেয় শাসকদলের কর্মীরা। বাইরে লাইনে দাঁড়িয়ে ভোটাররা।
Sponsored Links by Taboola