Panchayat Election 2023:শুভেন্দুর পদযাত্রায় উত্তেজনা, ছাদে তৃণমূল, রাস্তায় BJP
নয়াগ্রামে শুভেন্দুর (Suvendu Adhikari) পদযাত্রায় উত্তেজনা। এদিন তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়েই চলে শুভেন্দুর পদযাত্রা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুভেন্দুর পদযাত্রা চলাকালীন ছাদ থেকে স্লোগান দেয় তৃণমূল কর্মী-সমর্থকরা।
এর আগে গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচি করেন শুভেন্দু। পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাড়গ্রামে বিজেপির জেলা পরিষদ প্রার্থীর বাড়িতে যান শুভেন্দু।
বিজেপির জেলা পরিষদ প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে যান তিনি। মূলত এই প্রার্থীকেই মারধর করার ছবি ভাইরাল হয়েছিল।
ওসির বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল। বিকেলে নন্দীগ্রামে জোড়া জনসভা করবেন শুভেন্দু।
নয়াগ্রামে নির্বাচনী প্রচার থেকে হুঁশিয়ারি দিয়ে এদিন শুভেন্দু বলেন, 'জঙ্গলমহলে পুলিশি সন্ত্রাস চলবে না।'পঞ্চায়েতে তৃণমূলকে সাফ করার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।
এদিন রাজ্যপাল বলেন,'গণতন্ত্রের পাহারাদারের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে। খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, হুমকির রাজনীতি দূর হওয়া দরকার। এটা ভারতের সংবিধান, গণতন্ত্রের কাছে বড় চ্যালেঞ্জ। যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক।'
তবে এখানেই শেষ নয়, হুঙ্কার দিয়ে এদিন শুভেন্দুর সংযোজন, 'আমি কিষেণজিকে সোজা করা লোক।'
পুরভোট হোক কিংবা বিধানসভা ভোট শাসক-বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই একাধিকবার দেখে এসেছে বাংলা। বিধানসভা ভোটের আগে শাহ-মোদির সপ্তাহে সপ্তাহে বঙ্গ সফরে এসে প্রচার এবং শাসকদলকে নিশানার ছবিও যেমন প্রকাশ্যে এসেছে।
ঠিক তেমনই ডবল ইঞ্জিনের স্বপ্ন পূরণ হবে না বলে হুঙ্কার দিতে শোনা গিয়েছিল শাসকদলের শীর্ষ নের্তৃত্বকেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -