Panchayat Election 2023:শুভেন্দুর পদযাত্রায় উত্তেজনা, ছাদে তৃণমূল, রাস্তায় BJP

Nayagaram Suvenu Rally Chaos: নয়াগ্রামে শুভেন্দুর পদযাত্রায় উত্তেজনা। এদিন তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যেতেই ওঠে স্লোগান শাসকদলের কর্মী-সমর্থকদের তরফে।

শুভেন্দুর পদযাত্রায় উত্তেজনা, ছাদে তৃণমূল, রাস্তায় BJP

1/10
নয়াগ্রামে শুভেন্দুর (Suvendu Adhikari) পদযাত্রায় উত্তেজনা। এদিন তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়েই চলে শুভেন্দুর পদযাত্রা। 
2/10
শুভেন্দুর পদযাত্রা চলাকালীন ছাদ থেকে স্লোগান দেয় তৃণমূল কর্মী-সমর্থকরা।
3/10
এর আগে গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচি করেন শুভেন্দু। পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাড়গ্রামে বিজেপির জেলা পরিষদ প্রার্থীর বাড়িতে যান শুভেন্দু।
4/10
বিজেপির জেলা পরিষদ প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে যান তিনি। মূলত এই প্রার্থীকেই মারধর করার ছবি ভাইরাল হয়েছিল।
5/10
ওসির বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল। বিকেলে নন্দীগ্রামে জোড়া জনসভা করবেন শুভেন্দু।  
6/10
নয়াগ্রামে নির্বাচনী প্রচার থেকে হুঁশিয়ারি দিয়ে এদিন শুভেন্দু বলেন,  'জঙ্গলমহলে পুলিশি সন্ত্রাস চলবে না।'পঞ্চায়েতে তৃণমূলকে সাফ করার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।
7/10
এদিন রাজ্যপাল বলেন,'গণতন্ত্রের পাহারাদারের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে। খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, হুমকির রাজনীতি দূর হওয়া দরকার। এটা ভারতের সংবিধান, গণতন্ত্রের কাছে বড় চ্যালেঞ্জ। যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক।'
8/10
তবে এখানেই শেষ নয়, হুঙ্কার দিয়ে এদিন শুভেন্দুর সংযোজন, 'আমি কিষেণজিকে সোজা করা লোক।'
9/10
পুরভোট হোক কিংবা বিধানসভা ভোট শাসক-বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই একাধিকবার দেখে এসেছে বাংলা। বিধানসভা ভোটের আগে শাহ-মোদির সপ্তাহে সপ্তাহে বঙ্গ সফরে এসে প্রচার এবং শাসকদলকে নিশানার ছবিও যেমন প্রকাশ্যে এসেছে।
10/10
ঠিক তেমনই ডবল ইঞ্জিনের স্বপ্ন পূরণ হবে না বলে হুঙ্কার দিতে শোনা গিয়েছিল শাসকদলের শীর্ষ নের্তৃত্বকেও।
Sponsored Links by Taboola