Panchayat Election 2023: ভাঙড়, ক্যানিংয়ের পর উত্তরবঙ্গেও এবার কড়া বার্তা রাজ্যপালের
Governor in North Bengal: উত্তরবঙ্গে গিয়ে কী বার্তা রাজ্য়পালের ?
ভাঙড়, ক্যানিংয়ের পর উত্তরবঙ্গেও এবার কড়া বার্তা রাজ্যপালের
1/10
'যেখানে ভোট-অশান্তি সেখানেই যাব', ভাঙড়, ক্যানিংয়ের পর উত্তরবঙ্গেও গিয়ে বললেন রাজ্যপাল (Governor)।
2/10
সন্ত্রস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে চান রাজ্যপাল।
3/10
'সন্ত্রাসের ঘটনা ঘটলেও বেছে বেছে রিপোর্ট পাঠানো হয়েছে। যে রিপোর্ট পাঠানো হয়েছে, তার সঙ্গে বাস্তবের মিল নেই', প্রশাসনকে নিশানা করে ফের বললেন রাজ্যপাল।
4/10
রাজ্যপাল সম্প্রতি আরও বলেছিলেন,' আমি তাঁকে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে নিয়োগ করেছিলাম। মানুষের রক্তপাত নিয়ে দরাদরি করা যায় না। হিংসাকে যেকোনও মূল্যে নির্মূল করতে হবে।'
5/10
তিনি বলেন, ' গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। হিংসা কোনও অবস্থাতেই কাম্য নয়, কিন্তু হিংসা হচ্ছে। মানুষের রক্তের প্রতি বিন্দুর দায় নিতে হবে কমিশনারকে। যে কোনও পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।'
6/10
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নামানো নিয়ে টানাপোড়েন চলে গত কয়েকদিন । কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তীব্র সমালোচনার মুখে পড়েছে রজ্য নির্বাচন কমিশন।
7/10
বিশেষ করে শুরুটা মমতার সামনে, রাজ্যপালের বাংলায় হাতখড়ি দিয়ে হলেও পরে গ্রাফটা বদলে যায়। শুভেন্দুর কথায়, যা ধীরে ধীরে ট্র্যাকে ফেরা। তবে এবার ফের শাসক দলের নিশানায় রাজ্যপাল।
8/10
ইতিমধ্যেই মদন মিত্র-সহ কুণাল ঘোষও তোপ দাগতে ছাড়েননি। তাই পঞ্চায়েত ভোটের পাশাপাশি নিশানায় উঠে এসেছে রাজ্যপালের বইপ্রকাশ প্রসঙ্গও।
9/10
ভাঙড়-সহ একাধিক জায়গায়, মূলত যে জায়গাগুলিতে অশান্তি চরমে পৌঁছেছিল, সেই জায়গায় সফর করেছেন ইতিমধ্যেই রাজ্যপাল।
10/10
হিংসা রুখতে, অভিযোগ জানাতে রাজভবনে খোলা হয় চব্বিশ ঘণ্টার কন্ট্রোলরুম। আর এমনই এক আবহ রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করেন রাজ্যপাল।
Published at : 26 Jun 2023 09:10 PM (IST)