Panchayat Election 2023: ভাঙড়, ক্যানিংয়ের পর উত্তরবঙ্গেও এবার কড়া বার্তা রাজ্যপালের
'যেখানে ভোট-অশান্তি সেখানেই যাব', ভাঙড়, ক্যানিংয়ের পর উত্তরবঙ্গেও গিয়ে বললেন রাজ্যপাল (Governor)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসন্ত্রস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে চান রাজ্যপাল।
'সন্ত্রাসের ঘটনা ঘটলেও বেছে বেছে রিপোর্ট পাঠানো হয়েছে। যে রিপোর্ট পাঠানো হয়েছে, তার সঙ্গে বাস্তবের মিল নেই', প্রশাসনকে নিশানা করে ফের বললেন রাজ্যপাল।
রাজ্যপাল সম্প্রতি আরও বলেছিলেন,' আমি তাঁকে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে নিয়োগ করেছিলাম। মানুষের রক্তপাত নিয়ে দরাদরি করা যায় না। হিংসাকে যেকোনও মূল্যে নির্মূল করতে হবে।'
তিনি বলেন, ' গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। হিংসা কোনও অবস্থাতেই কাম্য নয়, কিন্তু হিংসা হচ্ছে। মানুষের রক্তের প্রতি বিন্দুর দায় নিতে হবে কমিশনারকে। যে কোনও পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।'
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নামানো নিয়ে টানাপোড়েন চলে গত কয়েকদিন । কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তীব্র সমালোচনার মুখে পড়েছে রজ্য নির্বাচন কমিশন।
বিশেষ করে শুরুটা মমতার সামনে, রাজ্যপালের বাংলায় হাতখড়ি দিয়ে হলেও পরে গ্রাফটা বদলে যায়। শুভেন্দুর কথায়, যা ধীরে ধীরে ট্র্যাকে ফেরা। তবে এবার ফের শাসক দলের নিশানায় রাজ্যপাল।
ইতিমধ্যেই মদন মিত্র-সহ কুণাল ঘোষও তোপ দাগতে ছাড়েননি। তাই পঞ্চায়েত ভোটের পাশাপাশি নিশানায় উঠে এসেছে রাজ্যপালের বইপ্রকাশ প্রসঙ্গও।
ভাঙড়-সহ একাধিক জায়গায়, মূলত যে জায়গাগুলিতে অশান্তি চরমে পৌঁছেছিল, সেই জায়গায় সফর করেছেন ইতিমধ্যেই রাজ্যপাল।
হিংসা রুখতে, অভিযোগ জানাতে রাজভবনে খোলা হয় চব্বিশ ঘণ্টার কন্ট্রোলরুম। আর এমনই এক আবহ রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করেন রাজ্যপাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -