Panchayat Election 2023: ভোটকর্মীদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ, খোলা হল কন্ট্রোল রুম
ভোটকর্মীরা সমস্যার পড়লে অভিযোগ জানাচ্ছেন সেখানে। সেই অভিযোগ রাজ্য নির্বাচন কমিশন সহ বিভিন্ন সংশ্লিস্ট দফতরে পৌঁছে দেওয়া হচ্ছে।
ফাইল ছবি
1/10
এবার ভোটকর্মীদের জন্য কন্ট্রোল রুম খুলল সংগ্রামী যৌথ মঞ্চ। সমস্ত জেলাকে কয়েকটি জোনে ভাগ করে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভোটকর্মীরা সমস্যার পড়লে অভিযোগ জানাচ্ছে সেখানে।
2/10
সেই অভিযোগ রাজ্য নির্বাচন কমিশন সহ বিভিন্ন সংশ্লিষ্ট দফতরে পৌঁছে দেওয়া হচ্ছে। শহিদ মিনারের ডিএর ধর্নামঞ্চ থেকে চলছে মনিটারিং।
3/10
সেই অভিযোগ রাজ্য নির্বাচন কমিশন সহ বিভিন্ন সংশ্লিস্ট দফতরে পৌঁছে দেওয়া হচ্ছে। শহিদ মিনারের ডিএর ধর্নামঞ্চ থেকে চলছে মনিটারিং। পঞ্চায়েত ভোটের আগে নজিরবিহীন সন্ত্রাসের সাক্ষী হয়েছে পশ্চিমবঙ্গ। একের পর এক মৃত্য়ু, মনোনয়ন পর্বে বেলাগাম সন্ত্রাস,হুমক।এই পরিস্থিতিতে, ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল সংগ্রামী যৌথমঞ্চ।
4/10
এবার কন্ট্রোল রুম খুলল তারা। ভোটের কাজে গিয়ে ভোটকর্মীরা যদি সমস্য়ার মুখে পড়েন, সেক্ষেত্রে তাঁদের অভিযোগ জানানোর জন্য় খোলা হয়েছে এই কন্ট্রোল রুম।
5/10
শহিদ মিনারের ডিএর ধর্নামঞ্চ থেকে চলছে মনিটরিং। গোটা রাজ্য়কে জেলা অনুযায়ী ৮টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটা জোনের জন্য় থাকছে ৮টি করে ফোন নম্বর।
6/10
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আগেই জানানো হয়েছিল যে তারা ইলেকশন কন্ট্রোল রুম খুলবে। সরকারি কর্মচারীরা যাঁরা ভোটের ডিউটি করতে যাচ্ছেন, তাঁরা যদি সমস্যার মধ্যে পড়েন, তাঁরা সেখান থেকে জানাতে পারবেন।
7/10
এদিন সকাল থেকেই সেই কন্ট্রোল রুম কাজ শুরু করেছে। আজ সারাদিন, আগামীকাল অর্থাৎ ভোটের সারাদিন এই কন্ট্রোল রুম কাজ করবে। ১১ জুলাই ফল ঘোষণার দিনও চালু থাকবে এই কন্ট্রোল রুম।
8/10
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানাচ্ছেন, "গোটা রাজ্যটাকে আটটা জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা জোনের জন্য নম্বর রয়েছেন। মোট ৩২টি নম্বর রাখা হয়েছে। যাঁরা এটা হ্যান্ডেল করছেন, তাঁরা অভিযোগ নথিভুক্ত করছেন। আরেকটা টিম এই সমস্যার সমাধানের দায়িত্বে থাকবে।’’
9/10
অভিযোগ জানার পর রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হবে। তার সঙ্গে বিরোধী দল, তৃণমূলের হেল্পলাইন নম্বরেও জানানো হবে। অভিযোগ পাওয়ার পর অবজার্ভর, সেক্টর অফিসার, পিআরও র সঙ্গে যোগাযোগ করে সমাধান করা হবে।
10/10
ভাস্কর ঘোষ বলছেন, “আইনগত কিছু বিষয় থাকে, কোথাও বুথ দখল হলে যাতে বুথের ভেতর থেকেই জানাতে পারেন, তার জন্য ইমেল করার বন্দোবস্ত করা হয়েছে। ইতিমধ্যে তার ফরম্যাটও দেওয়া হয়েছে।''
Published at : 07 Jul 2023 03:31 PM (IST)