Panchayat Elections 2023: 'BJP-র ফান্ড নিয়ে বাম-রাম-শ্যাম একসঙ্গে হয়েছে', কটাক্ষ মমতার
অনুব্রতর গড়ে এদিন ভোট প্রচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। তবে সশরীরে উপস্থিত হয়ে নয়। বীরভূমের দুবরাজপুরের দলীয় সভায় অডিও বার্তা দিলেন মমতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App' ২০২৪ সালে বিজেপি সরকারকে উৎখাত করা হবে', এদিন ফের বীরভূমের ভার্চুয়াল সভা থেকে হুঁশিয়ারি দেন মমতা।
এদিন মমতা বলেন,'দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ হবে। দেউচা পাঁচামি হলে আর বিদ্যুতের কোনও সমস্যা হবে না'
'পঞ্চায়েত নির্বাচনের পর বকেয়া বিধবা ভাতা আমরা রাজ্য সরকারের তরফে দেব', এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় হিংসা। রাজভবনে অভিযোগ জানাতে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
তবে এদিন, 'পঞ্চায়েতে কেই কোনও ভুল কাজ করলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান, আমরা জানতে পারলেই ব্যবস্থা নেব।', জানিয়েছেন মমতা।
বিজেপির ফান্ড নিয়ে বাম-রাম-শ্যাম একসঙ্গে হয়েছে, এদিন নিশানা করেন তৃণমূল সুপ্রিমো।
যদিও এদিন দলীয় কোন্দলের ইস্যুতে সরাসরি স্পষ্ট করে বলেন, 'বিভেদ দেখলে কড়া পদক্ষেপ নেব।'
মূলত, তেইশের প্রেক্ষাপটে একের পর এক দলীয় কোন্দলের খবর প্রকাশ্যে এসেছে। এদিন মমতা বলেন, 'দলের মধ্যে বিভেদ আমি বরদাস্ত করব না।'
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তার আগেই এবার বিরোধীদের হুঁশিয়ারি দিলেন মমতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -