Panchayat Elections 2023: 'BJP-র ফান্ড নিয়ে বাম-রাম-শ্যাম একসঙ্গে হয়েছে', কটাক্ষ মমতার

Mamata Attacks BJP: দোরগড়ায় পঞ্চায়েত ভোট, কী বার্তা দিলেন এদিন মমতা ?

'BJP-র ফান্ড নিয়ে বাম-রাম-শ্যাম একসঙ্গে হয়েছে', কটাক্ষ মমতার

1/10
অনুব্রতর গড়ে এদিন ভোট প্রচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। তবে সশরীরে উপস্থিত হয়ে নয়। বীরভূমের দুবরাজপুরের দলীয় সভায় অডিও বার্তা দিলেন মমতা।
2/10
' ২০২৪ সালে বিজেপি সরকারকে উৎখাত করা হবে', এদিন ফের বীরভূমের ভার্চুয়াল সভা থেকে হুঁশিয়ারি দেন মমতা।
3/10
এদিন মমতা বলেন,'দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ হবে। দেউচা পাঁচামি হলে আর বিদ্যুতের কোনও সমস্যা হবে না'
4/10
'পঞ্চায়েত নির্বাচনের পর বকেয়া বিধবা ভাতা আমরা রাজ্য সরকারের তরফে দেব', এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
5/10
ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় হিংসা। রাজভবনে অভিযোগ জানাতে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
6/10
তবে এদিন, 'পঞ্চায়েতে কেই কোনও ভুল কাজ করলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান, আমরা জানতে পারলেই ব্যবস্থা নেব।', জানিয়েছেন মমতা।
7/10
বিজেপির ফান্ড নিয়ে বাম-রাম-শ্যাম একসঙ্গে হয়েছে, এদিন নিশানা করেন তৃণমূল সুপ্রিমো।
8/10
যদিও এদিন দলীয় কোন্দলের ইস্যুতে সরাসরি স্পষ্ট করে বলেন, 'বিভেদ দেখলে কড়া পদক্ষেপ নেব।'
9/10
মূলত, তেইশের প্রেক্ষাপটে একের পর এক দলীয় কোন্দলের খবর প্রকাশ্যে এসেছে। এদিন মমতা বলেন, 'দলের মধ্যে বিভেদ আমি বরদাস্ত করব না।'
10/10
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তার আগেই এবার বিরোধীদের হুঁশিয়ারি দিলেন মমতা।
Sponsored Links by Taboola