Panchayat Elections Result 2023: একের পর এক গ্রাম পঞ্চায়েতে এগিয়ে TMC, বিজয়োৎসবে মাতলেন কর্মী-সমর্থকরা
গণনার শুরুতেই একের পর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের। দিকে দিকে শুরু সেলিব্রেশন। গণনার আগেই দক্ষিণ ২৪ পরগনায় ৬৫ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোট গণনা শুরু হতেই অশান্তির ছবি যেমন সামনে আসছে, তেমনই দেখা যাচ্ছে বিজয়োৎসবের ছবিও।
গণনা প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই শুরু হয় সবুজ আবির খেলা।
বক্স বাজিয়ে রাজারহাটে জয়ের আনন্দে মাতেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আগাম উৎসব তৃণমূলের। সবুজ আবির খেলায় মাতলেন আরামবাগ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা
আরামবাগের কালীপুরে নেতাজি মহাবিদ্যালয় গননা কেন্দ্রের সামনে আবির খেলা তৃণমূলের।
জয়ের প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই অনুব্রতগড়ে শুরু হয়েছে সেলিব্রেশন।
বাইক নিয়ে মিছিল করতে করতে বিজয়োল্লাসে সামিল হন তৃণমূলের কর্মী সমর্থকরা।
তাসা বাজিয়ে জয়ের সেলিব্রেশনের ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার বারাসাতে।
একের পর এক গ্রাম পঞ্চায়েতে এগিয়ে তৃণমূল। অন্যান্য জায়গার মতো ময়ূরেশ্বরে সেলিব্রেশন শুরু দলীয় কর্মী সমর্থকদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -