Panchayat Poll 2023 : কোথাও জলে পড়ল ব্যালট, কোথাও ব্যালটে জল, দেখুন ছবি !
খুন, লুঠ, ছাপ্পা, ধাপ্পা, গা জোয়ারি, শনিবারের পঞ্চায়েত ভোটে কিছুই বাদ গেল না! কোথাও জ্বলল ব্যালট পেপার, কোথাও ভাসল জলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআরামবাগের আরামডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামসা হাইস্কুলে বুথ দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেঁধে যায়।
সেইসময় আচমকাই ২৪১ নম্বর বুথের ভিতরে ঢুকে পড়ে কয়েকজন। দুটি ব্যালট বক্স তুলে নিয়ে পাশের পুকুরে ফেলে দেওয়া হয়।
তৃণমূল ছাপ্পা ভোট দিচ্ছিল তাই ব্যালট বক্স পুকুরে ফেলে দিয়েছি, দাবি বিজেপি কর্মীর।
কোচবিহারে ডহরের পাড় প্রাথমিক বিদ্যালয়ের ২৭৯ নম্বর বুথে ব্যালট পেপার লুঠ করে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই বুথের নিরাপত্তার দায়িত্বে ছিলেন একজন মাত্র মহিলা পুলিশ কর্মী।
ঘটনার পর তিনি আতঙ্কিত। পাশেই চাতরা চেগারডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮০ নম্বর বুথেও একই ঘটনা।
সেখানেও ব্যালট বক্স ভেঙে মাঠে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
দিনহাটায় ১৩১ নম্বর বুথে ব্যালট বক্সে ঢালা হল জল। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের ভোট লুঠের প্রতিবাদে জল ঢেলে দেওয়া হয় বলে দাবি বিজেপির।
রাজারহাটে জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের ২৬৬ ও ২৬৭ নম্বর বুথে তৃণমূল-সিপিএম সংঘর্ষ মধ্যে ব্যালট বাক্স তুলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয় নর্দমায়!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -