Panchayat Poll 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে শুরু তৃণমূলনেত্রীর ভোটপ্রচার, একনজরে সফরসূচি
পঞ্চায়েত ভোটের ১২ দিন আগে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গ থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী। আজ কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারির প্রাণনাথ হাইস্কুলের মাঠে প্রথম সভা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে কোনও নির্বাচনই হোক না কেন, এখনও তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। আর, তিনি পঞ্চায়েতে প্রচার শুরু করলেন বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে।
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও তাঁর নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন কোচবিহার থেকেই। আর মমতা বন্দ্যোপাধ্য়ায়ও রাজার জেলা কোচবিহার থেকেই পঞ্চায়েতের প্রচার শুরু করলেন।
আজ কোচবিহারে সভা শেষে মুখ্যমন্ত্রী যাবেন জলপাইগুড়িতে। সেখানেই রাত্রিবাস। আগামীকাল মালবাজার ব্লকের ক্রান্তিতে মমতার দ্বিতীয় নির্বাচনী সভা। এরপর ফিরবেন কলকাতায়।
শুধুমাত্র উত্তরবঙ্গই নয়, বাঁকুড়া, পুরুলিয়া-সহ জঙ্গলমহলের একাধিক জেলায় জনসভা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
২০২৪ এর লোকসভা ভোটের আগে, তৃণমূলের পাখির চোখ ২০২৩ এর পঞ্চায়েত ভোট। আর এই ভোটে জয় ছিনিয়ে আনতে সর্বশক্তি প্রয়োগ করে, প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে রাজ্য়ের শাসক দল।
লোকসভা ভোটের আগে অ্যাসিড টেস্টে , বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে ইতিবাচক 'উত্তর' চাইছে তৃণমূল। লোকসভা ভোটের সময় থেকেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। বিধানসভা ভোটে সার্বিকভাবে খারাপ ফলের মধ্যেও, বিজেপিকে শক্তি জুগিয়েছে এই উত্তরবঙ্গ।
এর আগে, পঞ্চায়েত ভোটের প্রচারে তেমনভাবে নামতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। এই কারণেই, এবার তাঁর ভোট প্রচারে নামার মধ্য়ে আলাদা তাৎপর্য খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -