Panchayat Poll 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে শুরু তৃণমূলনেত্রীর ভোটপ্রচার, একনজরে সফরসূচি
Mamata Banerjee: শুধুমাত্র উত্তরবঙ্গই নয়, বাঁকুড়া, পুরুলিয়া-সহ জঙ্গলমহলের একাধিক জেলায় জনসভা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
ফাইল ছবি
1/8
পঞ্চায়েত ভোটের ১২ দিন আগে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গ থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী। আজ কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারির প্রাণনাথ হাইস্কুলের মাঠে প্রথম সভা।
2/8
যে কোনও নির্বাচনই হোক না কেন, এখনও তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। আর, তিনি পঞ্চায়েতে প্রচার শুরু করলেন বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে।
3/8
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও তাঁর নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন কোচবিহার থেকেই। আর মমতা বন্দ্যোপাধ্য়ায়ও রাজার জেলা কোচবিহার থেকেই পঞ্চায়েতের প্রচার শুরু করলেন।
4/8
আজ কোচবিহারে সভা শেষে মুখ্যমন্ত্রী যাবেন জলপাইগুড়িতে। সেখানেই রাত্রিবাস। আগামীকাল মালবাজার ব্লকের ক্রান্তিতে মমতার দ্বিতীয় নির্বাচনী সভা। এরপর ফিরবেন কলকাতায়।
5/8
শুধুমাত্র উত্তরবঙ্গই নয়, বাঁকুড়া, পুরুলিয়া-সহ জঙ্গলমহলের একাধিক জেলায় জনসভা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
6/8
২০২৪ এর লোকসভা ভোটের আগে, তৃণমূলের পাখির চোখ ২০২৩ এর পঞ্চায়েত ভোট। আর এই ভোটে জয় ছিনিয়ে আনতে সর্বশক্তি প্রয়োগ করে, প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে রাজ্য়ের শাসক দল।
7/8
লোকসভা ভোটের আগে অ্যাসিড টেস্টে , বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে ইতিবাচক 'উত্তর' চাইছে তৃণমূল। লোকসভা ভোটের সময় থেকেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। বিধানসভা ভোটে সার্বিকভাবে খারাপ ফলের মধ্যেও, বিজেপিকে শক্তি জুগিয়েছে এই উত্তরবঙ্গ।
8/8
এর আগে, পঞ্চায়েত ভোটের প্রচারে তেমনভাবে নামতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। এই কারণেই, এবার তাঁর ভোট প্রচারে নামার মধ্য়ে আলাদা তাৎপর্য খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল।
Published at : 26 Jun 2023 12:44 PM (IST)