Partha Chatterjee Wealth: পার্থ চট্টোপাধ্যায়ের আয় কত? শিক্ষাগত যোগ্যতাই বা কী?
বেহালা পশ্চিম কেন্দ্রে এবার রাজ্যের শাসক দলের প্রার্থী, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নির্বাচন কমিশনে নিজের আয় থেকে শুরু করে সম্পদ, শিক্ষাগত যোগ্যতা, সবকিছুরই খতিয়ান দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপার্থ দাবি করেছেন, তাঁর হাতে নগদ রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৬৭৬ টাকা।
পাঁচটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে পার্থর। একটি ব্যাঙ্কে ২৪ লক্ষ ৮১ হাজার ২ টাকা, দ্বিতীয় ব্যাঙ্কে ২৩ লক্ষ ৩২ হাজার ৯৩৫ টাকা, তৃতীয় ব্যাঙ্কে ১৫ লক্ষ ১ হাজার ১৬১ টাকা ৩১ পয়সা, আর একটি ব্যাঙ্কে ২২ হাজার ৩৯৪ টাকা ৫৩ পয়সা এবং অন্য একটি ব্যাঙ্কে ১ লক্ষ ৮ হাজার ৬৯৫ টাকা রয়েছে পার্থর।
পার্থ চট্টোপাধ্যায়ের নামে মোট ২৫ লক্ষ টাকার জীবনবীমা (এলআইসি) রয়েছে।
পার্থ দাবি করেছেন, তিনি প্রভিডেন্ড ফান্ড হিসাবে ৫০ লক্ষ ৮৪ হাজার ৮৩৫ টাকা পেয়েছিলেন যা তিনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন।
পার্থ নির্বাচন কমিশনে জানিয়েছেন, ২০১৫-১৬ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ৮ লক্ষ ৩৭ হাজার ১ টাকা।
২০১৬-১৭ অর্থবর্ষে পার্থ নিজের আয় দেখিয়েছেন ৭ লক্ষ ৩০ হাজার ৭৩৮ টাকা।
পার্থ দাবি করেছেন, ২০১৭-১৮ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৬ লক্ষ ৩৩ হাজার ৬১২ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে নিজের রোজগার দেখিয়েছেন ৪ লক্ষ ৭৯ হাজার ৩৫০ টাকা।
২০১৯-১০ অর্থবর্ষে পার্থ নিজের আয় দেখিয়েছেন ৫ লক্ষ ৩৯ হাজার ৭২০ টাকা।
তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী। সেই পার্থ জানিয়েছেন, ১৯৭০ সালে তিনি উচ্চমাধ্যমিক পাশ করেন। ১৯৭৩ সালে অর্থনীতিতে স্নাতক। ১৯৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ। পরের বছর সেখান থেকেই আইনে স্নাতক। ২০১৫ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেন পার্থ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -