West Bengal Election 2021: বুদ্ধদেব ভট্টাচার্য কি আসবেন ব্রিগেডে?

Buddhababu

1/14
কাল বাম-কংগ্রেসের ব্রিগেড। গত কয়েক দশকে বামপন্থীদের একাধিক জনসভার সাক্ষী থেকেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড!
2/14
জোট প্রক্রিয়া সম্পূর্ণ না হলেও, কাল বামেদের ডাকে ব্রিগেডে থাকার কথা জানিয়েছেন আব্বাস সিদ্দিকি।
3/14
চমকের অভাব থাকছে না এবারের ব্রিগেডে। আসছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
4/14
রবিবারের ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে ঝাড়গ্রামে বাড়ি বাড়ি মুড়ি সংগ্রহ অভিযানে নামল বামেরা। সমাবেশে যোগ দিতে যাওয়া কর্মীদের টিফিনের জন্য এই উদ্যোগ বলে জানিয়েছে সিপিএম নেতৃত্ব।
5/14
কারোর ব্রিগেড সমাবেশে ডিম-ভাত..তো কারোর আবার বিরিয়ানি ৷ ভোটের মুখে রবিবার ব্রিগেড সমাবেশ বাম-কংগ্রেসের ৷ শুরু হল মুড়ি সংগ্রহ!
6/14
প্রস্তুতি খতিয়ে দেখলেন বিমান বসু, সুজন চক্রবর্তীরা।
7/14
ইতিমধ্যেই টুম্পা সোনা প্যারডি তৈরি করে ব্রিগেড সমাবেশে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
8/14
২০১৬-র বিধানসভা ভোটের আগে, পার্ক সার্কাস ময়দানে যৌথ সভা করেছিল বামফ্রন্ট ও কংগ্রেস।এই প্রেক্ষাপটে, রবিবার প্রথম বাম-কংগ্রেসের যৌথ সমাবেশের সাক্ষী থাকতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।
9/14
ভিক্টোরিয়ার দিকে তৈরি হয়েছে মঞ্চ। মঞ্চের দৈর্ঘ্য ৫২ ফুট, প্রস্থ ২৪ ফুট, উচ্চতা ১৮ ফুট। ইতিমধ্যেই দূর-দূরান্তরের জেলা থেকে আসতে শুরু করছেন কর্মী-সমর্থকরা।
10/14
মেনুতে থাকছে বাড়িতে তৈরি করা রুটি, আলুর দম ও লাড্ডু। ব্রিগেড সমাবেশে বক্তার তালিকায় থাকছেন সীতারাম ইয়েচুরি। অধীর চৌধুরী। সূর্যকান্ত মিশ্র।
11/14
সিপিএম সূত্রে খবর, রবিবার শ্যামবাজার, শিয়ালদা, রাসবিহারী, হাজরা মোড় ও হাওড়া থেকে ব্রিগেডমুখী মিছিল আসবে।
12/14
২০১৯-এর ব্রিগেডে এসেও গাড়ি থেকে নামেননি বুদ্ধদের ভট্টাচার্য! সর্বক্ষণ নাকে গোজা ছিল অক্সিজেনের নল। এবার সেই অনুমতিও দিতে রাজি নন চিকিৎসকরা।
13/14
সিপিএম সূত্রে খবর, চেষ্টা চলছে বুদ্ধদেব ভট্টাচার্যের অডিও বার্তা ব্রিগেডে শোনানোর।
14/14
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডে আসবেন কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে। - উজ্জ্বল মুখোপাধ্যায়
Sponsored Links by Taboola