West Bengal Election 2021: বুদ্ধদেব ভট্টাচার্য কি আসবেন ব্রিগেডে?
কাল বাম-কংগ্রেসের ব্রিগেড। গত কয়েক দশকে বামপন্থীদের একাধিক জনসভার সাক্ষী থেকেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজোট প্রক্রিয়া সম্পূর্ণ না হলেও, কাল বামেদের ডাকে ব্রিগেডে থাকার কথা জানিয়েছেন আব্বাস সিদ্দিকি।
চমকের অভাব থাকছে না এবারের ব্রিগেডে। আসছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
রবিবারের ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে ঝাড়গ্রামে বাড়ি বাড়ি মুড়ি সংগ্রহ অভিযানে নামল বামেরা। সমাবেশে যোগ দিতে যাওয়া কর্মীদের টিফিনের জন্য এই উদ্যোগ বলে জানিয়েছে সিপিএম নেতৃত্ব।
কারোর ব্রিগেড সমাবেশে ডিম-ভাত..তো কারোর আবার বিরিয়ানি ৷ ভোটের মুখে রবিবার ব্রিগেড সমাবেশ বাম-কংগ্রেসের ৷ শুরু হল মুড়ি সংগ্রহ!
প্রস্তুতি খতিয়ে দেখলেন বিমান বসু, সুজন চক্রবর্তীরা।
ইতিমধ্যেই টুম্পা সোনা প্যারডি তৈরি করে ব্রিগেড সমাবেশে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
২০১৬-র বিধানসভা ভোটের আগে, পার্ক সার্কাস ময়দানে যৌথ সভা করেছিল বামফ্রন্ট ও কংগ্রেস।এই প্রেক্ষাপটে, রবিবার প্রথম বাম-কংগ্রেসের যৌথ সমাবেশের সাক্ষী থাকতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।
ভিক্টোরিয়ার দিকে তৈরি হয়েছে মঞ্চ। মঞ্চের দৈর্ঘ্য ৫২ ফুট, প্রস্থ ২৪ ফুট, উচ্চতা ১৮ ফুট। ইতিমধ্যেই দূর-দূরান্তরের জেলা থেকে আসতে শুরু করছেন কর্মী-সমর্থকরা।
মেনুতে থাকছে বাড়িতে তৈরি করা রুটি, আলুর দম ও লাড্ডু। ব্রিগেড সমাবেশে বক্তার তালিকায় থাকছেন সীতারাম ইয়েচুরি। অধীর চৌধুরী। সূর্যকান্ত মিশ্র।
সিপিএম সূত্রে খবর, রবিবার শ্যামবাজার, শিয়ালদা, রাসবিহারী, হাজরা মোড় ও হাওড়া থেকে ব্রিগেডমুখী মিছিল আসবে।
২০১৯-এর ব্রিগেডে এসেও গাড়ি থেকে নামেননি বুদ্ধদের ভট্টাচার্য! সর্বক্ষণ নাকে গোজা ছিল অক্সিজেনের নল। এবার সেই অনুমতিও দিতে রাজি নন চিকিৎসকরা।
সিপিএম সূত্রে খবর, চেষ্টা চলছে বুদ্ধদেব ভট্টাচার্যের অডিও বার্তা ব্রিগেডে শোনানোর।
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডে আসবেন কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে। - উজ্জ্বল মুখোপাধ্যায়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -