PM Modi in Bengal: আরামবাগ থেকেই ভোটের দামামা মোদির, উপচে পড়ল ভিড়

PM Modi: ২ মার্চ কৃষ্ণনগরে রয়েছে মোদির জনসভা। আজ রাতে থাকছেন রাজভবনে

নিজস্ব চিত্র, ছবি: পিটিআই

1/10
বাংলায় লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর কদিন পরেই লোকসভা ভোট। তার আগে বাংলায় হুগলির আরামবাগে প্রথম জনসভা করলেন মোদি। সেখান থেকে ছত্রে ছত্রে বিঁধলেন রাজ্যের তৃণমূল সরকারকে।
2/10
এদিনই রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদি। প্রথমে আরামবাগে একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। তারপরেই চলে আসেন জনসভায়। মোদিকে দেখতে সভাস্থলে উপচে পড়েছিল ভিড়।
3/10
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেভাবেই ঘর গোছানোর কাজ শুরু করেছে রাজ্য বিজেপি। আর তাই এদিন বিজেপির প্রধান প্রচারমুখ নরেন্দ্র মোদির সভা ঘিরে তুঙ্গে ছিল প্রস্ততি।
4/10
সভা থেকে সন্দেশখালির ঘটনার প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি। সন্দেশখালির ঘটনা গোটা দেশ শিহরিত বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। সেই ঘটনার পুরো কৃতিত্ব সন্দেশখালির মহিলাদের আন্দোলনকেই দিয়েছেন তিনি। সন্দেশখালির ঘটনায় রাজ্য বিজেপি আন্দোলনের প্রশংসাও শোনা গিয়েছে মোদির মুখে।
5/10
মহিলাদের নিরাপত্তা থেকে শুরু করে মহিলাদের জন্য নানাবিধ কেন্দ্রীয় প্রকল্পের কথা এদিন শোনা গিয়েছে মোদির মুখে। এদিনই আরামবাগে মোদির সভা মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
6/10
মোদির সভা উপলক্ষে সাজ সাজ রব দেখা গিয়েছে। বিজেপি সমর্থকদের কাউকে মোদির ছবি লাগানো প্ল্যাকার্ডে বিশেষ বার্তা লিখে আসতে দেখা গিয়েছে। কারও হাতে দেখা গিয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি।
7/10
এদিন বক্তব্য় রাখার সময় সন্দেশখালির ঘটনার কথা বলতে গিয়ে রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ তোলেন মোদি। তিনি বলেছিলে, 'সন্দেশখালিতে যা হয়েছে, আজ তা দেখে হয়তো রাজা রামমোহন রায়ের আত্মাও কাঁদছে।' এ দিনই সভামঞ্চে নরেন্দ্র মোদির হাতে রাজা রামমোহন রায়ের প্রতিকৃতি তুলে দেওয়া হয়। তুলে দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও।
8/10
আরামবাগের সভা থেকে তৃণমূলকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন মোদি। রেশন দুর্নীতি থেকে গরুপাচার, আবাস যোজনা দুর্নীতি থেকে নিয়োগ দুর্নীতি- সব ইস্যু নিয়েই তৃণমূলের দিকে তোপ দেগেছেন তিনি।
9/10
আরামবাগ থেকে মোদির তোপ, 'গরিবের জমি দখল থেকে সরকারি প্রকল্প, চিটফান্ড, সবেতেই তৃণমূলের দুর্নীতি।' তাঁর কথায় উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণে নগদ ও সোনা উদ্ধারের প্রসঙ্গও। তাঁর কটাক্ষ, 'দুর্নীতি করেছে বলেই তো তৃণমূল নেতার ঘরে নোটের পাহাড়। সিনেমাতেও কারও ঘর থেকে এত টাকা উদ্ধারের ছবি দেখা যায়নি।'
10/10
আরামবাগ থেকে কলকাতায় রাজভবনে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজভবনেই রাতে থাকবেন তিনি। এদিন সন্ধেয় রাজভবনে মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২ মার্চ কৃষ্ণনগরে রয়েছে মোদির জনসভা।
Sponsored Links by Taboola