Election 2024:দ্বিতীয় দফায় ভোটের কালি লাগল কোন কোন রাজনৈতিক 'হেভিওয়েটদের'?
১৯ এপ্রিলের পর, আজ দেশজুড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ১২টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হল আজ। শুক্রবার তিরুবনন্তপুরমে ভোট দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ভোট দিতে দেখা যায় তাঁর স্ত্রীকেও। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকান্নুরে ভোট দেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় তাঁর ছবি ফ্রেমবন্দি হয়। (ছবি:PTI)
২০১৯ সালের পর ২০২৪ সালেও বেঙ্গালুরু দক্ষিণ থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেজস্বী সূর্য। নির্বাচন নিয়ে চাপের মধ্যে ভোটও দিয়ে এলেন আজ। (ছবি:PTI)
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এদিন ভোট দেন। এবারের লোকসভা ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে শোনা গিয়েছিল। কিন্তু পরে মন্ত্রী জানিয়ে দেন, ভোটে লড়ার মতো অর্থবল নেই তাঁর। (ছবি:PTI)
দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র সিংহ-ও। জম্মুর একটি বুথ থেকে বেরোনোর সময় তাঁর হাতেও ভোটের কালি ধরা পড়ে। (ছবি:PTI)
তিরুবনন্তপুরম থেকে এবার কংগ্রেসের প্রার্থী শশী তারুর। তবে এবার তাঁর প্রতিদ্বন্দ্বিতা কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখরের সঙ্গে। একফাঁকে ভোটও দিয়ে গেলেন তিনি। (ছবি:PTI)
এদিন রাজস্থানের ১৩টি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়। তার মধ্যে যোধপুরের একটি বুথে ভোট দিতে দেখা যায় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে। (ছবি:PTI)
যোধপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন গজেন্দ্র সিং শেখাওয়াত। আজ তাঁর ভাগ্য পরীক্ষা। সেই চাপ সামলে সপরিবারও ভোট দিয়ে গেলেন তিনি। (ছবি:PTI)
কর্নাটকের কনকপুরার বুথে ভোট দিতে এসেছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। পাশে ছিলেন ভাই, ডি কে সুরেশও। (ছবি:PTI)
অসমের শিলচরেও ভোটগ্রহণ হয় আজ। সেখানে ভোটদানের পর হাসিমুখে 'পোজ' দিতে দেখা যায় তৃণমূল নেত্রী সুস্মিতা দেবকে। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -