Abhishek Banerjee: অর্থ ও পেশিশক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক, কোচবিহারে পৌঁছেই মদনমোহন মন্দিরে অভিষেক
কোচবিহার সফরের সূচনায় মদনমোদন মন্দিরে উপস্থিত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মদনমোহন মন্দিরে যান অভিষেক। সেখানে পুজো নিবেদন করেন। ছবি: তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় অভিষেকের মদনমোহন মন্দিরে যাওয়ার ছবি পোস্ট করেছে তৃণমূল। ছবিতে তাঁকে ফলে সাজানো থালা নিবেদন করতে দেখা গিয়েছে তাঁকে। উপুড় হয়ে মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণামও সারেন তিনি। ছবি: তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
তৃণমূল জানিয়েছে, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করতেই মদনমোহন মন্দিরে যান অভিষেক। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য প্রার্থনা করতে গিয়েছিলেন। ছবি: তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
এর আগে, কোচবিহারে নব জোয়ার কর্মসূচিও নিয়ে গিয়েছিলেন অভিষেক। লোকসভা নির্বাচনের আগে ফের সেখানে তিনি। তাঁকে দেখতে এদিন ভিড় করেন প্রচুর মানুষ। ছবি: তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরি করতে কোচবিহার পৌঁছেছেন অভিষেক। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দলীয় কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎও করার কথা। ছবি: তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
এদিন দলীয় আলোচনায় অর্থ এবং পেশিশক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন তিনি। জানান, ২০২৪-এর পরও এই লড়াই জারি থাকবে তাঁদের। ছবি: তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
কোচবিহারের রাজ পরিবারের দেবতা মদনমোহন। কোচবিহারবাসীরও প্রাণের ঠাকুর তিনি। তাই মদনমোহন মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। ছবি: তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
সকাল ৯টায় মন্দিরের দরজা খোলে। রাত ৮টা নাগাদ বন্ধ করে দেওয়া হয় দরজা। মন্দিরে প্রবেশ করতে কোনও টাকা দিতে হয় না। তবে ভোগ খেতে কুপন কাটতে হয় টাকার বিনিময়ে। ছবি: তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
এই মন্দিরে মদনমোহনের পাশে রাধা নেই। বরং পাশে দেখা যায় মা কাত্যায়নী, মা জয়তারা এবং মা অন্নপূর্ণার মূর্তিকে। ছবি: তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
মদনমোহন মন্দিরের রাস উৎসব ঘিরেও বাড়তি আবেগ দেখা যায়। উল্টোরথে মাসির বাড়ি থেকে ফিরে চার মাস শয়ন করেন মদনমোহন। তার পর স্নানপর্ব সারা হয়। হয় বিশেষ পুজো। কোচবিহারের সেই প্রাণের ঠাকুরের দ্বারেই এদিন দেখা গেল অভিষেককে। ছবি: তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -