TMC Manifesto Released: জিতলে এস সি-এস টি-দের মাসিক ১,০০০ টাকা, জেনারেলরা পাবেন ৫০০ করে, তৃণমূলের নির্বাচনী প্রতিশ্রুতি
আজ কালীঘাটে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ইস্তেহারে ১০ বছরে তৃণমূল সরকারের কাজের খতিয়ান দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের প্রতি পরিবারের নূন্যতম মাসিক আয় নিশ্চিত করার জন্য নতুন প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ইস্তেহারে। বলা হয়েছে, ১.৬ কোটি যোগ্য পরিবারের কর্তৃকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। এস সি-এস টি-রা মাসে ১,০০০ টাকা করে পাবেন এবং জেনারেলরা মাসে ৫০০ টাকা করে পাবেন।
তৃণমূলের নির্বাচনী প্রতিশ্রুতি, পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্প চলবে।
মে মাস থেকে বিধবাদের ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী।
কৃষকদের বার্ষিক ভাতা ১০ হাজার টাকা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল।
রাজ্যের মানুষের মাথাপিছু আয় দ্বিগুণ বেড়েছে, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বছরে ৫ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, প্রতিশ্রুতি তৃণমূলের।
বাংলা আবাস যোজনায় আরও ২৫ লক্ষ বাড়ি তৈরি হবে, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -