Abhishek Banerjee:নবজোয়ার যাত্রার মাঝেই জয়নগরে রক্তদান শিবিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়
রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা। মনোনয়ন ঘিরে দিকে দিকে অশান্তির অভিযোগ আসছে। তার মধ্যে নবজোয়ার যাত্রা চলাকালীনই রক্তদান শিবিরে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার, ১৪ জুন ছিল ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। সেই উপলক্ষ্যেই রক্তদান ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে একটি রক্তদান শিবিরে হাজির হন অভিষেক।
পরে সেই শিবির ও রক্তদানের মুহূর্তের বেশ কিছু ছবি পোস্ট করেন নিজের ফেসবুক পেজে।
ফেসবুকে লেখেন, 'এই মহৎ কার্যের শরিক হতে পেরে আজ নিজেকে কৃতার্থ মনে করছি।'
একদিকে যখন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের রক্তদান শিবিরে তৃণমূল সাংসদের রক্তদান চলছে, তখন দক্ষিণ ২৪ পরগনারই ক্যানিংয়ে মনোনয়ন ঘিরে ঝরল রক্ত।
মনোনয়ন নিয়ে তৃণমূল ও যুব তৃণমূলের মধ্য়ে কোন্দলে কুরুক্ষেত্র হয়ে ওঠে ক্যানিং! মুড়ি-মুড়কির মতো পড়ে বোমা। চলে গুলিও। পুলিশের দাবি, গুলিবিদ্ধ হন দু'জন!
নবজোয়ার যাত্রায় বার বার রক্তহীন নির্বাচনের আহ্বান শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। কিন্তু মনোনয়ন পর্বে দেখা গেল, কাজে দিল না কিছুই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -