Tripura Assembly Poll Result 2023: ফের ত্রিপুরার মসনদ দখলের পথে বিজেপি! উচ্ছ্বাস রাজ্যজুড়ে
ফের ত্রিপুরার মসনদ নিজেদের দখলে রাখতে চলেছে বিজেপি। এখনও পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে ৩৩ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ও IPFT জোট। ইতিমধ্য়েই ২৯টি আসনে জয়ী ঘোষণা করা হয়েছে বিজেপিকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকাল থেকেই ভোট গণনার পরতে পরতে জড়িয়ে ছিল উত্তেজনা। প্রথম থেকেই বিজেপি জোট এগিয়ে থাকলেও কড়া টক্কর দিয়েছে বাম-কংগ্রেস জোট। এখনও পর্যন্ত বেশ কিছু আসনে জিতেছেন বাম প্রার্থীরা।
এবার ত্রিপুরায় ফ্যাক্টর প্রদ্যোত কিশোর দেববর্মার তিপ্রামথা। বিশেষজ্ঞরা প্রথম থেকেই বলেছিলেন এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ফ্যাক্টর হবে এই দল। ফলেও চমক দিয়েছে তারা। ১২টি আসনে এগিয়েছ রয়েছেন। ইতিমধ্যেই তিপ্রামথা জয়ী ঘোষণা হয়েছে কয়েকটি আসনে।
দুপুর গড়াতেই মোটের উপর স্পষ্ট হতে চলেছে ত্রিপুরা বিধানসভার ফলাফল। তারপরেই রাজ্যের বিভিন্ন জায়গায় উৎসব শুরু করেছেন বিজেপি কর্মীরা।
গেরুয়া আবির নিয়ে উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের। একে অপরকে রং মাখিয়ে দিতে দেখা যায় বিজেপি সমর্থকদের।
ইতিমধ্যেই জয়ী ঘোষিত হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জয় পেতেই উচ্ছ্বাস শুরু হয় সমর্থকদের মধ্যে। শুরু হয় আবির খেলা।
জয়ের পরে মানিক সাহা বলেন, 'এই ফলে আমি খুশি। আরও বেশি আশা করেছিলাম।' পাশাপাশি দলের কর্মীদের শান্তিরক্ষার বার্তা দিয়েছেন মানিক সাহা।
এমন পরিস্থিতিতে বিজেপি কি তিপ্রামথার সঙ্গে জোটের পথ ধরবে? এখনও পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে তাতে বিজেপি মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি ছাড়া বিজেপি প্রদ্যোৎ দেববর্মার দলের সব কথা মানতে রাজি। এর মধ্যেই মানিক সাহার বাসভবনে মিষ্টি বিতরণ শুরু হয়ে গিয়েছে
ভোট ঘোষণা হতেই চড়েছিল উত্তেজনার পারদ। শাসক বিজেপি ও বিরোধী সিপিএম-এর মধ্যে তুঙ্গে উঠেছিল বাগযুদ্ধ। এই বছর নানা জট কাটিয়ে অবশেষে হাত মিলিয়েছিল বাম ও কংগ্রেস
সবকিছুর পরে শেষপর্যন্ত বিজেপির মুখের হাসিই চওড়া হল ত্রিপুরার বিধানসভা নির্বাচনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -