WB Election 2021: তরুণ থেকে দুঁদে নেতা, বামেদের প্রার্থী তালিকায় চমক
প্রথম দু’দফার ভোটের জন্য শুক্রবার যৌথ তালিকা ঘোষণা করেছে বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা। সেখানে নতুনদের পাশাপাশি জায়গা পেয়েছেন পুরনো এবং দুঁদে নেতারাও। পুরনো দাপুটে টিমকে সামনে রেখেই ফের একবার ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম। ঝাড়গ্রামে জোটের প্রার্থী সিপিএমের মধুজা সেন রায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাঁশকুড়া পূর্ব কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আরেক তরুণ সিপিএম নেতা তথা বিদায়ী বিধায়ক ইব্রাহিম আলিকে।
সূর্যকান্ত মিশ্রর একদা বিধানসভা কেন্দ্র নারায়ণগড়ে প্রার্থী করা হয়েছে ডিওয়াইএফআই-এর প্রাক্তন সর্বভারতীয় নেতা তাপস সিন্হাকে। ব্রিগেডে পরপর ঝাঁঝাঁল বক্তৃতা দিয়ে নজরে আসা প্রাক্তন বিধায়ক দেবলীনা হেমব্রমকে ফের প্রার্থী করা হয়েছে রানিবাঁধে।
সুশান্ত ঘোষকে এবার শালবনি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে।
তপন ঘোষকে এবার সুশান্ত ঘোষের পুরনো কেন্দ্র গড়বেতা থেকে প্রার্থী করেছে সিপিএম।
পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে প্রার্থী করা হয়েছে বাম আমলে ক্ষমতার মধ্যগগণে থাকা আরেক দাপুটে সিপিএম নেতা হিমাংশু দাসকে।
বাঁকুড়ার তালড্যাংরা থেকে একদা দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্রকে ফের প্রার্থী করেছে দল।
প্রথম দু’দফায় ৬০টি আসনে ভোট। এর মধ্যে ৩৯টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে বামেরা। কংগ্রেসের প্রার্থী রয়েছেন ১৩টি আসনে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ৫টি আসনে। ৩টি আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। এই তিনটি আসন হল নন্দীগ্রাম, পিংলা এবং এগরা। তবে, কে কোন আসনে লড়বেন, তা বিমান বসু ঘোষণা করলেও, কংগ্রেস ও আইএসএফ-এর জন্য বরাদ্দ আসনগুলিতে প্রার্থী কে, তা তিনি ঘোষণা করেননি। নিজেদের প্রার্থীদের নাম আলাদা করে ঘোষণা করবে কংগ্রেস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -