Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021: স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় সাড়ে ৪ কোটি টাকার মালিক লকেট ও তাঁর স্বামী
এবার হুগলির চুঁচুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অসিত মজুমদার। সংযুক্ত মোর্চার তরফে সিপিএম প্রার্থী প্রণব ঘোষ। ছবি সৌজন্য- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত ১৯ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, হলফনামা দেওয়ার সময় তাঁর হাতে নগদ ছিল প্রায় সাড়ে ৩৩ হাজার টাকা। ছবি সৌজন্য- ফেসবুক
বিজেপি প্রার্থীর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে প্রায় ৫৩ লক্ষ টাকা। তাঁর স্বামীর ব্যাঙ্কে রয়েছে প্রায় ৫৯ হাজার টাকা। এ ছাড়াও লকেটের শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড ও বিমায় তাঁর বিনিয়োগ রয়েছে প্রায় ৭১ লক্ষ টাকা। সেখানে তাঁর স্বামীর বিনিয়োগ প্রায় ৫১ লক্ষ টাকা। পিপিএফ-এ লকেটের রয়েছে ৮.১৮ লক্ষ টাকা। তাঁর স্বামীর ২২ লক্ষ টাকা। ছবি সৌজন্য- ফেসবুক
বিজেপি প্রার্থীর দুটি গাড়ি রয়েছে। একটি টয়োটা ফর্চুনার ও দ্বিতীয়টি হুন্ডাই ইয়ন। প্রথমটির মূল্য ১৫ লক্ষ টাকা। দ্বিতীয়টির ১.২০ লক্ষ। স্বামীর একটি সুজুকি সুইফট গাড়ি রয়েছে, যার বাজারদর ৩.২০ লক্ষ টাকা। ছবি সৌজন্য- ফেসবুক
এছাড়া তাঁর ৫০০ গ্রাম সোনা রয়েছে, যার বাজার দর আনুমানিক ২২ লক্ষ টাকা। সবমিলিয়ে প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১.৭০ কোটি টাকা। স্বামীর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৭৭ লক্ষ টাকা। ছবি সৌজন্য- ফেসবুক
এছাড়া, হলফনামা অনুযায়ী, তাঁর নামে বেশ কিছু স্থাবর সম্পত্তি রয়েছে বলেও জানিয়েছেন লকেট। দুটি ফ্ল্যাট রয়েছে সোনারপুরে একটি রয়েছে ইএম বাইপাসে। তিনটি মিলিয়ে বর্তমান বাজারদর প্রায় ১.৮ কোটি টাকা। অন্যদিকে, তাঁর স্বামীর স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা। ছবি সৌজন্য- ফেসবুক
সব মিলিয়ে লকেট চট্টোপাধ্যায় ও তাঁর স্বামীর স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পত্তি রয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। লকেট জানিয়েছেন, তাঁর নামে ফৌজদারি মামলা রয়েছে। ছবি সৌজন্য- ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -