WB Election 2021: মুখ নয়, এবার মুখোশেও 'খেলা হবে'
এবার মুখোশ পরেও খেলা হবে। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দিয়ে তৈরি হচ্ছে মুখোশ। তৃণমূল ও বিজেপির মুখোশে লেখা খেলা হবে। আর এই মুখোশের চাহিদা ভোটের আগে আকাশ ছোঁয়া। তথ্য ও ছবি-- রানা দাস, পূর্ব বর্ধমান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাটোয়ার এক শিল্পী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দিয়ে তৈরি করছে মুখোশ। এর আগে গেঞ্জি টুপিতে খেলা হবে লেখা থাকলেও এই প্রথম মুখোশেও লেখা থাকছে খেলা হবে । আর সেই মুখোশ পরে এবার রাজনীতির মাঠে খেলতে নামবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা।
মুখোশ শিল্পী দীপঙ্কর দাস জানান, বিভিন্ন মিটিং মিছিলে দেখা যাচ্ছে বিজেপি, তৃণমূল কর্মীরা গেঞ্জি ও টুপিতে খেলা হবে লিখে প্রচার করছে। তখনই তাঁর মাথায় এই আইডিয়াটা আসে। মুখোশে যদি খেলা হবে শব্দটা লেখা হয় তাহলে রাজনৈতিক কর্মীরা এই মুখোশ পরে প্রচারে বেরোতে পারবেন। যেটা দেখতে অনেকটা অভিনবও হবে, আবার খেলা হবে মুখে না বলে সেটা মুখোশের মাধ্যমে বলাও হবে।
এর পরই তিনি শুরু করেন খেলা হবে মুখোশ তৈরির কাজ। শিল্পী এমনিতেই মেলার জন্য মুখোশ তৈরি করেন। তবে এবার ভোটের মরসুমে রাজনৈতিক মুখোশ করতেই তিনি ব্যস্ত।
তাঁর তৈরি মুখোশে দেখা যাচ্ছে ,তৃণমূলের জোড়া ফুল তাতে লেখা খেলা হবে। আবার কোনও মুখোশে দেখা যাচ্ছে বিজেপির পদ্মফুল। তাতেও লেখা খেলা হবে।
সোশ্যাল মিডিয়ায় এই খেলা হবে মুখোশের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই প্রচুর অর্ডার আসতে শুরু করেছে রাজনৈতিক দলগুলির কাছ থেকে। মুখোশ শিল্পী দীপঙ্কর দাস জানাচ্ছিলেন, সবথেকে বেশি চাহিদা তৃণমূলের খেলা হবে মুখোশের। তারপরে আছে বিজেপি মুখোশ এর চাহিদা। অন্যদিকে সিপিএমের মুখোশেরও কিছু অর্ডার এসেছে।
তৃণমূলের এক যুবনেতা জানালেন, তাঁদের এক কর্মী এই খেলা হবে মুখোশের ছবি তুলে এনে সোশ্যাল মিডিয়াতে দেয় এবং তখনই তাঁদের পছন্দ হয় এই মুখোশ। এর পরই তারা কয়েক'শ মুখোশের অর্ডার দেওয়া হয়। আর এই মুখোশ পরে এবার প্রচারে নামবেন তৃণমূলের যুব কর্মীরা।
অন্যদিকে বিজেপিও কিন্তু পিছিয়ে নেই। তারাও পদ্ম ফুল আঁকা খেলা হবে মুখোশের অর্ডার দিতে শুরু করেছে। একেকটা মুখোশের দাম পড়ছে ৩০ টাকা।
রাজনৈতিক দলের অর্ডার ছাড়াও চড়ক মেলাতে সব রাজনৈতিক দলেরই মুখোশ বিক্রি করবেন শিল্পী সুবীর মাঝি। তাঁর আশা, অর্ডার ছাড়াও মেলাতে প্রচুর বিক্রি হতে পারে এই খেলা হবে মুখোশ।
এতদিন বিজেপি ও তৃণমূল সরাসরি খেলা হবে বললেও এবার মুখোশের আড়াল থেকেই খেলতে চাইছে তারা। হয়ত লক্ষ্য একটাই, ভোটে যাতে আসল রূপ বেরিয়ে না আসে সাধারণ মানুষের কাছে!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -