West Bengal Election 2021: রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নিরাপত্তার আশ্বাস বাসিন্দাদের
ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে রাজনৈতিক পারদ চড়ছে। এই পরিস্থিতিতে কলকাতা থেকে জেলায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে তরজার সুর ক্রমেই চড়া হচ্ছে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। ২৭ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ৮ দফায় বিধানসভা ভোট রাজ্যে।
ভোট ঘোষণার পরই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনা। এই প্রেক্ষাপটে কলকাতা থেকে জেলায় চলছে বাড়তি নজরদারি।
সোমবার সকাল থেকে শিলিগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী।
রুটমার্চ চলল খাস কলকাতাতেও। লেকটাউন থানা এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। শিলিগুড়ি মহকুমায় আপাতত ২ কোম্পানি এসএসবি এসেছে। বসিরহাটে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভ্যাবলা, টিফা-সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ করে আধা সেনা।
কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ করার সময়ে পুলিশকর্তাদের মুখে শোনা গেল নিরাপত্তার আশ্বাস। এ পর্যন্ত বসিরহাট মহকুমায় চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এক স্থানীয় বাসিন্দার মতে, ‘‘আগে ভয় পেতাম এখন ভয় কমে গেছে।’’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -