WB Election 2021 Pics রাত পোহালেই ভোট ষষ্ঠী, করোনাকালে কেমন চলছে নির্বাচন প্রস্তুতি, দেখে নিন
রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। তার মাঝেই বৃৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট। ভোট প্রস্তুতিতে করোনা পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা বাড়বাড়ন্ত হলেও ভোটের প্রস্তুতির মাঝে উধাও যাবতীয় নিয়মনীতি। ভোট প্রস্তুতি ব্যস্ত কর্মীদের মধ্যে শিকেয় দূরত্ববিধি। কারোর কারোর মুখে মাস্ক পর্যন্ত নেই।
চিন্তার আবহের মাঝে অবশ্য প্রয়োজনীয় সাবধানতাও বজায় রাখার ছবি দেখা যায়। কৃষ্ণনগরের এক ডিসিআরসি সেন্টারে ভোট প্রস্তুতির ছবি।
কোথায় কারা ভোট দেবেন, ভোটারদের সাহায্যের জন্য লাগানো হচ্ছে পোস্টার। উত্তর দিনাজপুরের ইসলামপুরে।
ষষ্ঠ দফায় রাজ্যের ৪ জেলার মোট ৪৩ আসনে ভোট। উত্তর ২৪ পরগণায় ১৭, নদিয়ায় ৯, পূর্ব বর্ধমানে ৮ ও উত্তর দিনাজপুরে ৯ আসনে ভোট।
করোনা পরিস্থিতিতে সুষ্ঠুভাবে ভোট ও যাবতীয় নিয়মনীতি পালন করতে ভোটারদের লাইনে দাঁড়ানোর জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। দাগ কেটে দূরত্ববিধি বজায় রাখা চেষ্টা।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, আগামীকালের নির্বাচনে ৪৩টি কেন্দ্রের ৩০৬জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ। যাদের মধ্যে রয়েছেন ২৭ জন মহিলা।
ষষ্ঠ দফায় ভোটারের সংখ্যা সব মিলিয়ে ১.০৩ কোটি। যার মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৫০.৬৫ লক্ষ। বাকি ২৫৬ জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। এবারের নির্বাচনে রয়েছে ১৪,৪৮০টি পোলিং স্টেশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -