Mask Wearing Initiative: বাবা-বাছা অনেকে হয়েছে, এবার মাস্ক না পরে বেরোলেই ব্যবস্থা!
বাবা-বাছা অনেকে হয়েছে। মাস্ক না পরে ঘর থেকে বেরলেই কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আজ সকাল থেকে কলকাতার বিভিন্ন বাজারে পুলিশের অভিযান। মাস্ক না পরায় কোলে মার্কেট এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ। এর পাশাপাশি, সচেতনতা প্রসারে বিলি করা হয় মাস্ক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকালও গোটা কলকাতায় মাস্ক না পরে বেরনোয় গ্রেফতার হয়েছেন ১২৪ জন। ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে জায়গায় জায়গায় প্রচারও চালিয়েছে পুলিশ।
মঙ্গলবারও শ্যামবাজার, আমহার্স্ট স্ট্রিট ও হাজরায় অভিযান চালায় পুলিশ। প্রথমে মাইকে সতর্ক করা হয়। তারপর শুরু হয় ধরপাকড়। আমহার্স্ট স্ট্রিটে আবার বাসে উঠে মাস্ক নিয়ে প্রচার চালায় পুলিশ। বাস থামিয়ে চালক বা কন্ডাক্টরকে মাস্ক দেওয়া হয়। মাস্ক না পরায় গ্রেফতারও করা হয় কয়েকজনকে।
রাজ্যে বাড়ছে করোনার বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে কড়াকড়ি শুরু করেছে রেল! সম্প্রতি মাস্ক না পরে প্ল্যাটফর্মে ঢুকলে কিংবা ট্রেনে উঠলে জরিমানা করার নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। আর তারই এফেক্ট মঙ্গলবার দেখা গেল শিয়ালদা স্টেশনে!
মাস্ক না পরায় হাতেনাতে অনেককেই ৫০০টাকা জরিমানা করলেন টিকিট পরীক্ষকরা! জরিমানা দিতে না পারলে, সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হল জিআরপির লকআপে।
অনেকেই আবার প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনে উঠতেই যেন হাঁফ ছেড়ে বাঁচলেন! সঙ্গে সঙ্গে মুখ থেকে উধাও মাস্ক! ব্যাস, খপ করে ধরল রেল পুলিশ! মাস্কহীন ব্যাজার মুখে দিতে হল ৫০০টাকা জরিমানা!
ছবিটা মোটের ওপর একই হাওড়া স্টেশন চত্ত্বরেও! জরিমানা সত্ত্বেও, অনেককেই মাস্কহীন মুখে ঘুরে বেড়াতে দেখা গেল!
পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে আরপিএফ কর্মীরা প্রতিটি ট্রেনে করোনা সতর্কতা সম্পর্কে প্রচার চালান। যাঁদের মুখে মাস্ক ছিল না, তাঁদের ৫০০ টাকা করে ফাইন করা হয়।
গতকালই উত্তরপ্রদেশের এক ব্যক্তিকে মাস্ক না পরার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করার খবর এসেছে। প্রথমদিন এক হাজার টাকা জরিমানা দেওয়ার পরও পরের দিন একইভাবে মাস্কহীন বেরনোয়, ওই ব্যক্তিকে ওই বিপুল জরিমানা করা হয়।
আপন ভাল পাগলেও বোঝে! কিন্তু, করোনা ভয়ঙ্কর হয়ে ওঠার পরও, অনেকের সেটুকু বোধোদয় এখনও হচ্ছে না!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -