TMC Celebration:বাজছে শাঁখ, ফাটছে পটকা! সবুজ আবিরে উদযাপন শুরু তৃণমূলের

tmc celebration across state:কালীঘাট থেকে বসিরহাট হয়ে বর্ধমান, সর্বত্র এখন থেকেই উড়তে শুরু করেছে সবুজ আবির।

বাজছে শাঁখ, ফাটছে পটকা! সবুজ আবিরে উদযাপন শুরু তৃণমূলের

1/9
কালীঘাট থেকে বসিরহাট হয়ে বর্ধমান, সর্বত্র এখন থেকেই উড়তে শুরু করেছে সবুজ আবির। কেউ শাঁখ বাজাচ্ছেন, প্রকাশ্য রাস্তায় নাচ-গান তৃণমূল কর্মী-সমর্থকদের। রাজ্যের ৪২ টি লোকসভা আসনের ৩১টিতেই এখনও পর্যনত এগিয়ে রয়েছে তৃণমূল। ১০টিতে এগিয়ে রয়েছে বিজেপি। মাত্র ১টি-তে এগিয়ে কংগ্রেস।
2/9
খুব বেশি হেরফের না হলে এই ফলাফল তৃণমূলের পক্ষে অত্যন্ত আশাব্যঞ্জক। কালীঘাটের সামনে সবুজ আবির উড়িয়ে দুরন্ত উদযাপন শুরু হয়ে গিয়েছে সমর্থকদের।
3/9
বেলা পৌনে ২টো নাগাদ গণনার যা ছবি, তাতে ৪ লক্ষ ৬৫ হাজার ৬৫২ ভোটে ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কি অভিষেকেই আস্থা রাখলেন বঙ্গের মানুষ? ভোটের বিপুল ব্যবধানে অন্তত সে রকমই ইঙ্গিত।
4/9
সকালের দিকে গণনায় বেশ কিছুক্ষণ পিছিয়ে থাকলেও বেলার দিকে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে যান তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। উদযাপনের মেজাজ সেখানেও ধরা পড়ে। পটকা ফাটতে দেখা গিয়েছে সেখানে।
5/9
বর্ধমান-দুর্গাপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের পিছিয়ে পড়ার পর থেকে সেখানেও সবুজ আবিরের ছড়াছড়ি।
6/9
উদযাপন শুরু হয়ে গিয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের নানা প্রান্তে। চূড়ান্ত ফলপ্রকাশ এখনও বাকি। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে বসিরহাটে ১ লক্ষ ৪২ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল সন্দেশখালি বিধানসভা কেন্দ্রেও এগিয়ে তৃণমূল।
7/9
এছাড়া, যাদবপুরে ৯৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, মেদিনীপুরে ৩৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া কৃষ্ণনগরে এবং ৬৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।
8/9
কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তরেও ব্যবধান বাড়ছে তৃণমূল প্রার্থীদের। কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের প্রতিক্রিয়া, গণনা শেষে মার্জিন আরও বাড়তে পারে।
9/9
সব মিলিয়ে তৃণমূলের 'বঞ্চনা'-র অস্ত্রে ঘায়েল বিজেপি। সবুজ আবিরের রমরমা দিকে দিকে। ফলপ্রকাশ হলে উদযাপনের মেজাজ কোথায় পৌঁছয়, সেটাই দেখার।
Sponsored Links by Taboola